Tuesday, October 14, 2025

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করলো বাংলাদেশ


ছবিঃ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ( সংগৃহীত । বিডি প্রতিদিন)

পাকিস্তানের সঙ্গে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে দুই দলের অধিনায়ক লিটন দাস ও সালমান আগা একসঙ্গে সিরিজ ট্রফি প্রকাশ করেন।

বাংলাদেশ দলের বর্তমান স্কোয়াড গতকালের শ্রীলংকা সফরের সিরিজের দলেই গঠিত হয়েছে। শ্রীলংকায় প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ী হওয়া লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এবার পাকিস্তানের বিপক্ষে সেই সফলতাকে অব্যাহত রাখতে মাঠে নামবে।

শ্রীলংকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং বিভাগে ইতিবাচক উন্নতি দেখা গিয়েছে। দুই ওপেনার সঙ্গতি রেখে রান সংগ্রহ করেছে, আর লিটন দাস তিন নম্বরে গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিয়েছেন। পাশাপাশি বোলাররাও দারুণ দক্ষতা প্রদর্শন করেছেন।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই তিন ম্যাচের সিরিজ। প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন