Tuesday, October 14, 2025

পাকিস্তান উদযাপন করছে ৭৮তম স্বাধীনতা দিবস, সাবেক ক্রিকেটারদের বার্তা দায়িত্ব ও ঐক্যের


ফাইল ছবিঃ সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি (সংগৃহীত)

আজ ১৪ আগস্ট পাকিস্তান ৭৮তম স্বাধীনতা দিবস পালন করছে। দেশটিতে এই দিনে শুধু উদযাপন নয়, দায়িত্ববোধের গুরুত্বও স্মরণ করানো হচ্ছে। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি দেশবাসীকে বিশেষ বার্তা দিয়ে বলেছেন, “আজ শুধুই আনন্দের দিন নয়, এটি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।”

সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ দেশবাসীকে ১৪ আগস্টের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সত্যের লড়াইয়ে আল্লাহ যে বিজয় দিয়েছেন, তার জন্য যতই ধন্যবাদ দিই না কেন, তা যথেষ্ট নয়।” তিনি আরও যোগ করেন, “পাকিস্তান সবসময় শান্তি ও ঐক্যের পক্ষে দাঁড়িয়েছে। পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান সেনাবাহিনী জিন্দাবাদ।”

জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারাও দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন। উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং অলরাউন্ডার সালমান আলি আঘা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। সালমান আলি আঘা সবাইকে দেশকে পরিষ্কার ও দায়িত্বশীলভাবে উদযাপন করার আহ্বান জানান।

অধিনায়ক বাবর আজমও দেশবাসীর উদ্দেশে বলেন, “পাকিস্তান সৃষ্টির তাৎপর্য ও স্বাধীনতার মূল্য সবাইকে মনে রাখতে হবে।”

আজকের দিনটি পাকিস্তানের জন্য কেবল উৎসব নয়, বরং দেশপ্রেম, ঐক্য ও দায়িত্বের প্রতীক হিসাবেও উদযাপিত হচ্ছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন