- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ঐতিহ্যের লড়াই অ্যাশেজ টেস্ট সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনেই অজি পেসার মিচেল স্টার্ক দাপটের পরিচয় দিয়েছেন। পার্থ স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে স্টার্কের ৭ উইকেট শিকার দেখার মধ্য দিয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ১৭২ রানে অলআউট হয়েছে।
প্রথম ওভারেই জ্যাক ক্রলিকে ফিরিয়ে স্টার্ক নিজের কীর্তি শুরু করেন। এরপর বেন ডাকেট এবং জো রুটকে আউট করে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন তিনি—অ্যাশেজে শততম উইকেট অর্জন। স্টার্কের এই আউটের সঙ্গে সঙ্গে তিনি অ্যাশেজে ১৩তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে এই কীর্তি সম্পন্ন করেন।
স্টার্কের ৪৩ ইনিংসে ২৬.৭৯ গড়ে এবং ৪৫ স্ট্রাইক রেটে ১০০ উইকেট অর্জন, যা তাকে অস্ট্রেলিয়ার অন্যতম সফল ফাস্ট বোলারের তালিকায় স্থাপন করেছে। অ্যাশেজ ইতিহাসে সবচেয়ে সফল ফাস্ট বোলার হিসেবে ১৫৭ উইকেট নিয়ে রয়েছেন গ্লেন ম্যাকগ্রা।
স্টার্কের বিপর্যয়কর বোলিংয়ের মুখে ইংলিশ ব্যাটাররা বড় স্কোর গড়তে পারেননি। হ্যারি ব্রুক ৬১ বলে ৫২ রান করে কিছুটা আশা ফিরিয়েছেন। এছাড়া ওলি পপ করেছেন ৪৬ এবং জেমি স্মিথ করেছেন ৩৩ রান।
স্টার্কের দাপুটে বোলিংয়ে ৩২.৫ ওভারে ইংল্যান্ডের সব ব্যাটসম্যান ফিরেছেন, যেখানে ১২.৫ ওভারে ৫৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন তিনি। এই বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে বড় সুবিধা নিয়েছে।