Tuesday, January 13, 2026

অ্যানফিল্ডে আবেগের রাত, দিয়োগো জোতার স্মৃতিতে মাসকট হবে তাঁর দুই সন্তান


ছবিঃ ডিয়োগো জোটা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

অ্যানফিল্ডের সবুজ মাঠ আজ শুধু একটি প্রিমিয়ার লিগ ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে না, ফুটবলপ্রেমীরা দেখবেন আবেগে ভরা এক স্মরণীয় মুহূর্ত। লিভারপুল ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মধ্যকার ম্যাচ শুরুর আগে ক্লাবের প্রয়াত ফরোয়ার্ড দিয়োগো জোতার স্মরণে বিশেষ আয়োজন করেছে লিভারপুল কর্তৃপক্ষ।

ম্যাচ শুরুর আগে মাসকট হিসেবে মাঠে নামবে জোতার দুই সন্তান দিনিস ও দুয়ার্তে। তাদের হাত ধরে খেলোয়াড়দের মাঠে প্রবেশের দৃশ্য অ্যানফিল্ডে উপস্থিত দর্শক ও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের চোখে জল এনে দেবে বলে মনে করছেন অনেকে।

গত বছরের জুলাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান পর্তুগিজ এই ফুটবলার। ওই দুর্ঘটনায় তাঁর ছোট ভাই আন্দ্রে সিলভাও নিহত হন। জোতার মৃত্যু লিভারপুল ও উলভারহ্যাম্পটন দুই ক্লাবের সমর্থকদেরই গভীর শোকে ডুবিয়ে দেয়।

ইংল্যান্ডে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন উলভারহ্যাম্পটনের জার্সিতে। পরে লিভারপুলে যোগ দিয়ে খুব অল্প সময়েই হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। লাল জার্সিতে ১৮২ ম্যাচে ৬৫ গোল করে তিনি নিজেকে ক্লাব ইতিহাসের স্মরণীয় ফরোয়ার্ডদের কাতারে তুলে ধরেন। ২০২২ সালে এফএ কাপ ও লিগ কাপ জয়ে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

প্রয়াত এই তারকার প্রতি শ্রদ্ধা জানাতে লিভারপুল কর্তৃপক্ষ আগেই জোতার ২০ নম্বর জার্সি স্থায়ীভাবে অবসর ঘোষণা করে। আজ তাঁর সন্তানদের উপস্থিতিতে সেই স্মৃতি আবার নতুন করে প্রাণ পাবে অ্যানফিল্ডে।

মাঠের প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক, আজকের ম্যাচে জয়-পরাজয়ের হিসাবের চেয়েও বড় হয়ে উঠবে দিয়োগো জোতার প্রতি ভালোবাসা, সম্মান আর স্মৃতির আবেশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন