Tuesday, October 14, 2025

ওভালে সিরিজ নির্ধারণী টেস্টে ব্যাটিং বিপর্যয়ে ভারত, গাস এটকিনসনের আগুনে স্পেলে ২২৪ রানেই গুটিয়ে গেল ইনিংস


ছবিঃ ২২৪ রানে ভারতকে গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড(সংগৃহীতঃ এএফপি)

সিরিজ নির্ধারণী টেস্টে ব্যাট হাতে চরম ব্যর্থতা দেখিয়েছে ভারত। ওভালের সবুজ উইকেটে গাস এটকিনসন ও জশ টং এর পেস আক্রমণে ছিন্নভিন্ন হয়ে প্রথম ইনিংসে মাত্র ২২৪ রানে অলআউট হয়েছে দলটি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন ডানহাতি পেসার এটকিনসন, যিনি ৩৩ রানে নিয়েছেন ৫ উইকেট। টং এর শিকার ৩ উইকেট।

দ্বিতীয় দিন সকালে ৬ উইকেটে ২০৪ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল ভারত। বড় সংগ্রহের আশা থাকলেও সেটি চুরমার হয়ে যায় দিনের দ্বিতীয় ওভারে। জশ টং এর ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫৭ রানে খেলতে থাকা করুন নায়ার। প্যাডে বল লাগার পরই নিজের ভাগ্য বুঝে গিয়েছিলেন নায়ার, তবু নিয়মরক্ষার রিভিউ নেন তিনি।

নায়ারের বিদায়ের পর ভারতের ইনিংস যেন ধসে পড়ে। পরের ওভারেই ওয়াশিংটন সুন্দর ২৬ রানে গাস এটকিনসনের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। সিরিজে এটি তাঁর তৃতীয়বার পুল বা হুক করতে গিয়ে আউট হওয়া। পাঁচ ইনিংসে এই শটে করেছেন মাত্র ১৭ রান।

শেষ দিকে মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণ রানের খাতাই খুলতে পারেননি। ইনিংসের ৬৯.৪ ওভারে ২২৪ রানেই থেমে যায় ভারতের যাত্রা। দ্বিতীয় দিনে তারা যোগ করতে পেরেছে মাত্র ২০ রান, বল খেলেছে মাত্র ৩৪টি।

গাস এটকিনসনের ৫ উইকেটের স্পেলটি ওভালে ভারতের বিপক্ষে কোনো ইংলিশ পেসারের দ্বিতীয় সেরা বোলিং পারফরম্যান্স। এই তালিকায় শীর্ষে রয়েছেন গাবি অ্যালেন, যিনি ৮০ রানে ৭ উইকেট নিয়েছিলেন।

এই টেস্টে ইংল্যান্ডের জন্য এটকিনসন ও টাঙকে নিতে হবে অতিরিক্ত দায়িত্ব। কারণ পেস অলরাউন্ডার ক্রিস ওকস চোটের কারণে সিরিজের গুরুত্বপূর্ণ এই ম্যাচ থেকে ছিটকে গেছেন। 

স্কোরবোর্ড সংক্ষেপে:

  • ভারত ১ম ইনিংস: ২২৪ অলআউট (করুন নায়ার ৫৭, সাই সুদর্শন ৩৮; গাস এটকিনসন ৫/৩৩, জশ টং ৩/৫৭)

  • দ্বিতীয় দিনে ভারত যোগ করে: ২০ রান, ৪ উইকেট

  • অলআউট: ৬৯.৪ ওভারে

  • ইনিংসের পতন: ৩৪ বলের ব্যবধানে ৪ উইকেট

ওভালে সিরিজ নির্ধারণী লড়াইয়ে ব্যাটিং ব্যর্থতার খেসারত ভারতকে দিতে হতে পারে। এখন তাদের বোলাররা কতটা দায়িত্ব নিতে পারেন, এখন সেটিই দেখার অপেক্ষা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন