Tuesday, October 14, 2025

ওভাল টেস্টে অসাধারণ বোলিংয়ে সিরাজের ঝড়, ভারত পেয়েছে নাটকীয় জয়


ছবিঃ মোঃ সিরাজ (সংগৃহীত)

 ইংল্যান্ডের ওভাল টেস্টে অসাধারণ বোলিং প্রদর্শন করে ভারত ম্যাচ জিতেছে নাটকীয়তায়। ৮৬তম ওভারের প্রথম বলেই গাস অ্যাটকিনসনকে বোল্ড করে সিরাজ উদযাপনের ঝড় তুলেন। এই বলের পর তিনি দৌঁড়ে মাঠে ঘুরে বেড়ান, আর সতীর্থরা চারপাশ থেকে এসে তাকে ঘিরে ধরে। ভারতের ৬ রানের এই জয় অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির সিরিজ ২-২ করে সমতা ফেরায়।

সিরাজ জানিয়েছেন তার অসাধারণ পারফরম্যান্সের পেছনে অন্যতম প্রেরণা হলো তার ফোনের ওয়ালপেপারে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘বিলিভ’ লেখা ছবি। এই ছবি তাকে সব সময় নিজের প্রতি বিশ্বাস রাখতে উদ্বুদ্ধ করে।

শেষ দিনে ইংল্যান্ডকে ৩৫ রান করতেই হয়েছিল জয় অর্জনের জন্য, আর ভারতকে ছিল মাত্র ৫ উইকেটের প্রয়োজন। সিরাজ তার দারুণ বোলিংয়ে মাত্র ৪ উইকেটে ৩ উইকেট নেন। সার্কিটে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরাজ ফোন থেকে ওয়ালপেপারের রোনালদো ছবিটি দেখিয়ে বলেন, “এই ছবিটাই আমার ফোনের ওয়ালপেপারে ছিল। নিজের প্রতি বিশ্বাস ছিল যে আমি পারব। সাধারণত আমি সকাল ৮টায় উঠি, কিন্তু এদিন ভোর ৬টায় উঠে ছবি গুগল সার্চ করে ওয়ালপেপারে রেখেছি। নিজের প্রতি বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ।”

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এই জয় ছিল এক নতুন আশা এবং প্রেরণার উৎস, যেখানে সিরাজের বোলিং ছিল সবচেয়ে বড় কারণ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন