Tuesday, October 14, 2025

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ।


ছবিঃ সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

আসিফ মাহমুদ ,স্টাফ রিপোর্টার

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ভুটানে অনুষ্ঠিত আসরে শক্তিশালী ভারতকে ৪-৩ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।

শনিবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। দারুণ সমন্বিত আক্রমণ ও দক্ষতার প্রমাণ দিয়ে ম্যাচে চারবার প্রতিপক্ষের জালে বল জড়ায় তরুণী ফুটবলাররা। ভারতের মেয়েরা লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের মুখেই ফুটে ওঠে।

এ জয়ে টুর্নামেন্টে এগিয়ে গেল বাংলাদেশ দল। কোচ ও খেলোয়াড়রা জানিয়েছেন, এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে এবং শিরোপার লড়াইয়ে তারা পূর্ণ উদ্যমে লড়াই চালিয়ে যাবে।

বাংলাদেশ নারী ফুটবলের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এ জয়কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকেরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন