- ১৩ অক্টোবর, ২০২৫
টুর্নামেন্টে ফাইনাল না থাকলেও আজকের ম্যাচটি হয়ে উঠেছে ‘অলিখিত ফাইনাল’। ডাবল লিগ পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টের শেষ দিনে আজ মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ ও প্রতিবেশী নেপাল—যারা কিনা শিরোপার দুই প্রধান দাবিদার।
১১ দিনের এই প্রতিযোগিতায় ফাইনাল না থাকলেও আজকের ম্যাচেই নির্ধারণ হবে কার হাতে উঠবে ট্রফি। কারণ, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই লড়াইয়ে শিরোপার ভাগ্য নির্ভর করছে একমাত্র ফলাফলের ওপর।
এর আগে টুর্নামেন্টের প্রথম সাক্ষাতে নেপালকে ৩–২ গোলে হারিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে স্বাগতিকরা। কিন্তু হেরে গেলে হিসাব জটিল হয়ে পড়বে।
নেপাল যদি ২ গোলের ব্যবধানে জেতে, তাহলে পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে তারা। ১ গোলের ব্যবধানে জিতলেও দুদলের মুখোমুখি গোল ও মোট গোল হবে সমান। তখন দেখা হবে সামগ্রিক গোলপার্থক্য—যেখানে নেপাল অনেক এগিয়ে (+২৬), আর বাংলাদেশের গোলপার্থক্য +২০।
বাংলাদেশ দলের ইংলিশ কোচ পিটার বাটলার স্পষ্ট করে দিয়েছেন, রক্ষণাত্মক নয়, আক্রমণাত্মক ফুটবলেই হবে তাঁর দলের কৌশল। তিনি বলেন, ‘নেপাল শক্ত প্রতিপক্ষ। আমরা সেরা দলটাই নামাব এবং শুরু থেকেই আক্রমণ করব। জয় ছাড়া কিছু ভাবছি না।’
দলে ফিরছেন নিষেধাজ্ঞা কাটিয়ে মোসাম্মৎ সাগরিকা, যিনি শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করে নজর কাড়েন। তাঁর সঙ্গে আক্রমণভাগে থাকবেন তৃষ্ণা রানী ও উমেলা মারমা। মাঝমাঠে খেলবেন স্বপ্না রানী, মুনকি আক্তার ও সিনহা জাহান।
নেপালও ছেড়ে কথা বলছে না। টুর্নামেন্টে একমাত্র হারটি বাংলাদেশের কাছেই। বাকি চার ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছে তারা। গোলমুখে আতঙ্কের নাম পূর্ণিমা রাই ও মিনা দেউবা—দুজনই দুটি করে হ্যাটট্রিক করেছেন। পূর্ণিমার গোল সংখ্যা ১০, মিনার ৭।
ভারত না থাকায় এই টুর্নামেন্টে শুরু থেকেই বাংলাদেশ-নেপাল দ্বৈরথকেই সবচেয়ে আকর্ষণীয় মনে করা হচ্ছিল। আজকের ম্যাচে তাই শুধু পয়েন্ট নয়, সম্মান আর শ্রেষ্ঠত্বের লড়াইও চলবে সমানতালে।
শুরু থেকেই উত্তেজনায় ভরপুর ম্যাচে আজ দেখা যাবে কারা হাসবে শেষ হাসি—সাগরিকা-তৃষ্ণাদের বাংলাদেশ, না পূর্ণিমা-মিনাদের নেপাল? মাঠ বলবে সব উত্তর।