- ২০ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ব্রাজিল ফুটবল দল আগামী নভেম্বরে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। এই দুটি ম্যাচের মাধ্যমে ২০২৫ সাল শেষ করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের প্রতিপক্ষ হবে আফ্রিকার দুই শক্তিশালী দল – সেনেগাল ও তিউনিসিয়া। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ খবর নিশ্চিত করেছে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষে ব্রাজিল ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে। তাই বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে এপ্রিীতি ম্যাচগুলো খেলবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ব্রাজিল প্রথম ম্যাচে ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় সেনেগালের বিপক্ষে মাঠে নামবে। এরপর ১৮ নভেম্বর রাত ১টা ৩০ মিনিটে ফ্রান্সের পিয়েরে-মাউরি স্টেডিয়ামে তিউনিসিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।
এ বছরের ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয় পায় ব্রাজিল, তবে ১৪ অক্টোবর টোকিওতে দ্বিতীয় প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে পরাজিত হয় তারা।
এই দুটি ম্যাচ ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ এবং দলের কৌশল ও পারফরম্যান্স পর্যালোচনার জন্য একটি ভালো সুযোগ।