Tuesday, October 21, 2025

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে: হৃদয়ের ফিফটি, বাংলাদেশের সংগ্রহ ১১৬/৪


প্রতীকী ছবিঃ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ম্যাচ(সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভার শেষে ১১৬/৪।

বাংলাদেশের হয়ে ৯০ বল মোকাবিলা করে ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। হৃদয় তার ক্যারিয়ারের ১১তম ফিফটি তুলে নেওয়ার পর জাস্টিন গ্রেভসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। তার বিদায়ে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট। এর আগে, মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে ৭৫ বল খেলেও ৩৬ রান করেন হৃদয়।

ম্যাচের শুরুতে বাংলাদেশ ৮ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে। তবে তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর কল্যাণে দলটি বিপদমুক্ত হয়ে ৩০ ওভারে ১০০ রান পৌঁছায়। শান্ত ৩২ রান করে ফিরে গেলেও, হৃদয় ও অঙ্কন দলের সংগ্রহ বাড়ানোর জন্য দিচ্ছেন চেষ্টা। অঙ্কন ১২ রানে অপরাজিত রয়েছেন, হৃদয় ৪৩ রানে খেলে যাচ্ছেন।

পাকিস্তান সিরিজে ফেরার পর, ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান পরপর দুই বলে ফিরে যান। প্রথমে সাইফ হাসান লেগ বিফোরের শিকার হন, পরবর্তীতে সৌম্য সরকার ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর বাংলাদেশ ইনিংসের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন শান্ত ও হৃদয়।

মিরপুরের উইকেট নিয়ে বেশ সন্দেহ রয়েছে, তবে ক্রিকেটপ্রেমীদের আশা, এটি ভালো খেলার সুযোগ সৃষ্টি করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন