- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
চ্যাটজিপিটিতে এখন থেকে সরাসরি বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে—এমনই ঘোষণা দিয়েছে ওপেনএআই। সোমবার থেকে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির ভেতরেই বুকিং.কম, এক্সপিডিয়া, স্পটিফাই, ক্যানভা, জিলো, ফিগমা ও কোরসেরার মতো প্রতিষ্ঠানের ইন্টারঅ্যাকটিভ অ্যাপ ব্যবহার করতে পারবেন।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, এই উদ্যোগ মানুষের শেখা, কাজ ও সৃজনশীলতাকে আরও সহজ ও ব্যক্তিকেন্দ্রিক করবে। নতুন অ্যাপ সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতেই ভ্রমণ বুকিং, পড়াশোনা, ডিজাইন বা গান শোনা—সবকিছু এক জায়গায় করতে পারবেন।
এই ফিচার তৈরি হয়েছে মডেল কনটেক্সট প্রোটোকল (এমসিপি) প্রযুক্তিতে, যা ডেভেলপারদের নিজস্ব ডেটা ও ফাংশন চ্যাটজিপিটিতে যুক্ত করতে দেয়। ভবিষ্যতে ডোরড্যাশ, উবার ও ইনস্টাকার্টের মতো আরও জনপ্রিয় অ্যাপ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
ওপেনএআই জানিয়েছে, ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা এবং সীমিত ডেটা সংগ্রহ নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।