- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব নটিংহাম ফরেস্টের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি, স্কটল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার জন রবার্টসন আর নেই। ৭১ বছর বয়সে তাঁর মৃত্যুতে ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। বৃহস্পতিবার নটিংহাম ফরেস্ট এক বিবৃতিতে তাদের সর্বকালের অন্যতম সেরা এই তারকার মৃত্যুর খবর নিশ্চিত করে।
১৯৭০ ও ৮০–এর দশকে নটিংহাম ফরেস্টকে ইউরোপের শীর্ষে পৌঁছে দেওয়ার পেছনে জন রবার্টসনের অবদান ছিল অনন্য। লেফট উইঙ্গারে তার সৃজনশীলতা, নিখুঁত ক্রস এবং ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতার জন্য ফরেস্টের কিংবদন্তি কোচ ব্রায়ান ক্লফ তাকে আদর করে ডাকতেন ‘ফুটবল মাঠের শিল্পী’। ১৯৭৯ সালে ইউরোপিয়ান কাপ ফাইনালে মালমোর বিপক্ষে তার বাড়ানো বল থেকেই ট্রেভর ফ্রান্সিস জয়সূচক গোল করেন। পরের বছর হামবুর্গের বিপক্ষে ফাইনালে তিনি নিজেই গোল করে ফরেস্টকে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা করেন।
ক্লাবের শোকবার্তায় বলা হয়, রবার্টসন শুধু একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, তিনি ছিলেন ফরেস্ট পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাঁর প্রতিভা, নম্রতা ও ক্লাবের প্রতি আজীবন আনুগত্য নটিংহাম ফরেস্টের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
স্কটল্যান্ড জাতীয় দলের জার্সিতেও রবার্টসনের অবদান উল্লেখযোগ্য। আন্তর্জাতিক অঙ্গনে ২৮ ম্যাচে তিনি করেন ৮ গোল। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় এবং ১৯৮২ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে গোল দুটিই স্কটিশ ফুটবলে আলাদা মর্যাদা পেয়ে আছে।
মাত্র ১৭ বছর বয়সে নটিংহাম ফরেস্টে যোগ দেওয়া রবার্টসনের ক্যারিয়ারে বড় মোড় আসে ব্রায়ান ক্লফের অধীনে। মাঝমাঠ থেকে বাঁ উইংয়ে তার অবস্থান বদলে দেওয়া ফরেস্টের সাফল্যের অন্যতম চাবিকাঠি হয়ে ওঠে। তিনি টানা কয়েক বছর নিয়মিত খেলেছেন এবং ক্লাবের হয়ে প্রায় পাঁচশ ম্যাচে মাঠে নেমে ৯৫টি গোল করেন।
জীবনের শেষ পর্যায়ে পারকিনসনস রোগে ভুগলেও ফরেস্ট সমর্থকদের হৃদয়ে তিনি ছিলেন অমলিন এক নায়ক। তাঁর মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক আর শ্রদ্ধায় ভরে উঠেছে অনেকে লিখছেন, “শান্তিতে ঘুমাও, রোবো।”