Tuesday, October 14, 2025

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, থাকছেন না হামজা-সামিত


ছবি :হামজা চৌধুরী ও সামিত সোম (সংগৃহীত)

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামী সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবেই কাঠমান্ডুতে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এই ম্যাচে খেলতে দেখা যাবে না লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডার ক্যাভালরি এফসিতে খেলা সামিত সোমকে।

জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘‘হামজা ও সামিতের দুজনেরই ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যস্ততা রয়েছে। সে কারণেই তারা এই দুটি ম্যাচে আসতে পারছে না।’’ লেস্টার সিটির হয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী এই মুহূর্তে ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত। অন্যদিকে সামিত সোম সেপ্টেম্বর মাসে নিজ ক্লাবের লিগ ম্যাচে অংশ নেবেন।

এই দুই প্রবাসী ফুটবলারের অনুপস্থিতি ফুটবল অঙ্গনে কিছুটা হতাশা তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হামজা-সামিতের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের না থাকা দলের জন্য বড় ধাক্কা। তবে বিকল্প হিসেবে জাতীয় দলে জায়গা পেতে পারেন সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া তরুণ ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা প্রবাসী ফুটবলার কিউবা মিচেল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও জাতীয় দলের ক্যাম্প শুরুর নির্দিষ্ট তারিখ জানায়নি। একই সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলের প্রস্তুতির বিষয়েও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। হাভিয়ের কাবরেরা এর আগে এশিয়ান গেমসে কোচের দায়িত্ব পালন করেছিলেন। তবে এবার জাতীয় দল ও যুব দলের ম্যাচ একসঙ্গে হওয়ায় ফেডারেশনকে নতুন কোচ খুঁজতে হচ্ছে।

জাতীয় দল কমিটির সাম্প্রতিক সভায় অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিয়োগ চূড়ান্ত না হওয়ায় বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। জানা গেছে, আবাহনীর কোচ মারুফুল হক, জুলফিকার মাহমুদ এবং ফর্টিস এফসির মাসুদ কায়সার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছেন। ফলে সম্ভাব্য বিকল্প হিসেবে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর নাম আলোচনায় এসেছে।

সবমিলিয়ে বলা যায়, নেপালের বিপক্ষে এই সফরে কোনো প্রবাসী খেলোয়াড় থাকছেন না। মূল দল এবং অনূর্ধ্ব-২৩ দল দুটোই এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তবে বাফুফে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে আশা করা যাচ্ছে।

(পি এন এন ক্রীড়া ডেস্ক)

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন