- ১৩ অক্টোবর, ২০২৫
সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে আজকের ম্যাচে সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ব্রাজিলিয়ান সিরি আ-তে জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলের জয়ে দুটি গোল করেছেন তিনি। ম্যাচ শুরুর আগে মেয়ে মাভিকে চুমু দিয়ে মাঠে ফেরা নেইমার পুরো ম্যাচেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু।
ম্যাচের প্রথমার্ধেই ৩৭ ও ৪০ মিনিটে দুই গোল করে সান্তোসকে এগিয়ে দেন নেইমার ও আর্জেন্টাইন উইঙ্গার আলভারো ব্যারেয়াল। বিরতির যোগকৃত সময়ে একটি গোল পরিশোধ করে জুভেন্তুদে। দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে লুকা মেইরিলেস পেনাল্টি আদায় করলে দ্বিতীয় গোলটি করেন নেইমার।
এই জয়ের মাধ্যমে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস। আর সান্তোসে ফেরার পর এটাই নেইমারের প্রথম জোড়া গোল।
ম্যাচ শেষে জাতীয় দলে ফেরার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড। সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে নেইমার বলেন, “আমার খেলার স্টাইল সবাই জানে। এখন ভালো অনুভব করছি। সিদ্ধান্ত এখন তাঁদের হাতে।”
ব্রাজিল দলের পরিচালক রদ্রিগো কায়তানো ও কোচিং স্টাফের সদস্য ক্রিস্টিয়ানো নুনেস মাঠে উপস্থিত থেকে নেইমারের পারফরম্যান্স প্রত্যক্ষ করেন। মাঠে অসাধারণ দুটি গোল ছাড়াও আরও কয়েকটি সুযোগ সৃষ্টি করেছেন নেইমার।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে শেষবার জাতীয় দলে খেলেছিলেন তিনি। সেবার হাঁটুর চোটে পড়ার পর এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি ফিট হয়ে ফেরার পর জুনের স্কোয়াডে থাকলেও খেলেননি। এবার তার ফর্ম দেখে অনেকে আশাবাদী, আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যাবে তাকে।
সবকিছু ঠিক থাকলে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোতে চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে এল আল্তোতে ম্যাচে ফিরতে পারেন নেইমার। ফুটবলবিশ্ব তাকিয়ে এখন সেপ্টেম্বরে—নেইমার ফিরছেন কি না, সেটির উত্তর জানতেই।