- ১৩ অক্টোবর, ২০২৫
২০২৪ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ী আল-আইন ফিফা ক্লাব বিশ্বকাপে কঠিন বাস্তবতার মুখোমুখি হলো। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের কাছে বড় ব্যবধানে হারের পর এবার ম্যানচেস্টার সিটির কাছেও বিধ্বস্ত হলো এশিয়ার দলটি।
আজ (সোমবার) 'জি' গ্রুপের ম্যাচে সাবেক উয়েফা চ্যাম্পিয়ন্স লিগজয়ী ম্যানচেস্টার সিটি আল-আইনকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের এই দলটি ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কাছে ৫-০ গোলে হেরেছিল।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি আল-আইনকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে। একই গ্রুপের অন্য ম্যাচে জয় পেয়ে শেষ ষোলোর টিকিট কেটেছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসও। এই ফলাফলের পর আল-আইনের ক্লাব বিশ্বকাপে টিকে থাকার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল।
গোলের পর আর্লিং হলান্ডের উচ্ছ্বাস।এএফপি