Tuesday, October 14, 2025

ম্যানচেস্টার ইউনাইটেডে চমক: ‘বম্ব স্কোয়াড’-এর শেষ সদস্য মালাসিয়ার দলে ফেরা


ছবিঃ রুবেন অ্যামোরিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ম্যানচেস্টার ইউনাইটেডে এক অপ্রত্যাশিত ঘটনায় ফের আলোচনায় এসেছেন ডাচ ডিফেন্ডার টাইরেল মালাসিয়া। মৌসুমের শুরুতে কোচ রুবেন আমোরিম তাকে দলের বাইরে রেখেছিলেন এবং ‘বম্ব স্কোয়াড’-এর অংশ হিসেবে আলাদা করে অনুশীলনে পাঠিয়েছিলেন। তবে শৃঙ্খলা, মনোযোগ এবং অনুশীলনে অসাধারণ মনোভাব প্রদর্শনের কারণে অবশেষে আবারও তাকে প্রথম দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

মালাসিয়া যদিও গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বিভিন্ন প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু কোনো স্থানান্তর চূড়ান্ত হয়নি। এর মধ্যে ফ্রান্সের লিল, ইতালির রোমা এবং স্পেনের এলচের সঙ্গে আলোচনাও ভেস্তে যায়। শেষমেশ ইউনাইটেডেই থেকে যান তিনি।

অভিজ্ঞতার ঝুলিতে ২০২২ সালে ১৩ মিলিয়ন পাউন্ডে ক্লাবে যোগ দেওয়ার পর ৩৯ ম্যাচ খেলা মালাসিয়া দীর্ঘ ইনজুরির ধকল কাটিয়ে উঠেছেন। পিএসভি-তে ধারে খেলার সময় এরেদিভিসি শিরোপা জেতার অভিজ্ঞতা তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়েছে।

বর্তমানে আমোরিমের অধীনে বামপাশে প্যাট্রিক ডর্গু নিয়মিত খেললেও মালাসিয়ার ফেরা প্রতিযোগিতা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মৌসুম শেষে চুক্তি শেষ হলেও, সুযোগ পেলে আবারও ইউনাইটেডের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারেন এই ২৬ বছর বয়সী ডিফেন্ডার।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন