- ১৩ অক্টোবর, ২০২৫
মেটার সম্প্রতি উন্মোচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভার্চ্যুয়াল সহকারী সেবা 'মেটা এআই' অ্যাপটি ব্যবহারকারীদের মধ্যে গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। অভিযোগ উঠেছে যে, অ্যাপটিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত আলাপচারিতা, ছবি বা ভার্চ্যুয়াল সহকারীকে করা বিভিন্ন প্রশ্ন গোপনে 'ডিসকভার ফিডে' প্রকাশ হয়ে যাচ্ছে। যদিও মেটার দাবি, ব্যবহারকারীর অনুমতি ছাড়া কোনো তথ্য জনসমক্ষে আসে না।
গত মাসে মেটা এআই অ্যাপটি চালু করা হয়, যার ফলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার ছাড়াও যেকোনো কাজে মেটার ভার্চ্যুয়াল সহকারী সেবা ব্যবহার করা সম্ভব। অ্যাপটিতে ব্যবহারকারীরা প্রশ্ন করার পাশাপাশি ছবি আপলোড করে এআই ব্যবহার করে সেগুলো পরিবর্তনও করতে পারছেন, যেমন কার্টুন বা অন্যান্য ছবি তৈরি করা।
উদ্বেগের মূল কারণ হলো, অনেক ব্যবহারকারী না বুঝেই ব্যক্তিগত তথ্য বা ছবি এমনভাবে শেয়ার করছেন, যা অ্যাপের ডিসকভার ফিডে সবার জন্য দৃশ্যমান হয়ে পড়ছে। এ বিষয়ে মেটা জানিয়েছে যে, ব্যবহারকারীর চ্যাট বা ছবি কেবল তখনই ডিসকভার ফিডে দেখা যায়, যখন তিনি নিজে 'শেয়ার' বা 'পাবলিশ' বাটনে চাপ দেন।
তবে সমস্যা হলো, অ্যাপের ইন্টারফেস এবং শেয়ার পদ্ধতি এতটাই অস্পষ্ট যে অনেকেই বুঝতে পারছেন না কীভাবে তাদের তথ্য জনসমক্ষে চলে যাচ্ছে। মেটা এআই অ্যাপে চ্যাটের পাশে থাকা 'শেয়ার' বাটনে চাপ দিলে একটি প্রিভিউ স্ক্রিন আসে, যেখানে একটি ছোট নোটে লেখা থাকে, "আপনার প্রম্পট প্রকাশ্যে দৃশ্যমান হবে।" কিন্তু সেখানে কোথায় এবং কারা এটি দেখতে পাবে, তা স্পষ্ট করে বলা হয় না। এর ফলস্বরূপ, অনেকে না বুঝেই ব্যক্তিগত প্রশ্ন, বার্তা, কিংবা ছবি ফিডে প্রকাশ করে ফেলছেন। ডিসকভার ফিড ঘেঁটে দেখা গেছে, সেখানে ব্যক্তিগত আলাপ, রূপচর্চার টিপস, দাম্পত্য সম্পর্ক–সংক্রান্ত প্রশ্ন, এমনকি হাস্যকর কথাবার্তাও স্থান পেয়েছে।
মেটা এআই অ্যাপ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে(ছবিঃরয়টার্স)