Monday, January 19, 2026

মেসির ভারত সফরের প্রথম দিনেই বিশৃঙ্খলা, যুব ভারতীতে হতাশ হাজারো দর্শক


ছবি: কলকাতায় উন্মাদনা আর বিশৃঙ্খলায় শুরু (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দীর্ঘ ১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে কলকাতায় পৌঁছান আর্জেন্টিনার অধিনায়ক। তাঁর আগমনের মধ্য দিয়ে শুরু হয় বহুল আলোচিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে এক নজর দেখতে রাতভর শহরের বিভিন্ন এলাকায় ভিড় জমাতে দেখা যায়।

ভারত সফরের সূচি অনুযায়ী কলকাতার পর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লিতে যাওয়ার কথা রয়েছে মেসির। সফরের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি ছিল শনিবার সল্ট লেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হওয়া। সকাল সাড়ে ১১টার দিকে স্টেডিয়ামে প্রবেশ করে মেসির গাড়ি। গ্যালারিতে তখন হাজারো দর্শক অধীর অপেক্ষায়।

তবে মেসির আগমন ঘিরে স্টেডিয়ামে দেখা দেয় চরম বিশৃঙ্খলা। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই তাকে ঘিরে ধরেন একদল মানুষ। নিরাপত্তা বেষ্টনী ভেঙে যাওয়ায় দীর্ঘ সময় গ্যালারি থেকে মেসিকে দেখা যায়নি। এতে হতাশ হয়ে পড়েন দর্শকরা। একপর্যায়ে গ্যালারিতে ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান উঠতে শুরু করে।

নিরাপত্তাকর্মীরা মেসিকে ঘিরে রাখায় দর্শকদের ভরসা ছিল স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনগুলো। মোহনবাগান ও ডায়মন্ড হারবারের সাবেক ফুটবলারদের সঙ্গে মেসির সংক্ষিপ্ত সাক্ষাৎপর্বেও ভিড় নিয়ন্ত্রণে আনা যায়নি।

পরিস্থিতি সামাল দিতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও প্রধান আয়োজক শতদ্রু দত্ত মাইকে বারবার শান্ত থাকার আহ্বান জানান। তবুও অবস্থার উন্নতি না হওয়ায় প্রায় ২০ মিনিট পর হঠাৎ করেই মেসিকে স্টেডিয়াম থেকে বের করে নেওয়া হয়।

মেসি চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। চড়া দামে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে অনেকে গ্যালারির হোর্ডিং ও চেয়ার ভাঙচুর করেন। কেউ কেউ চেয়ার ছুড়ে মারেন মাঠের দিকে। একপর্যায়ে ফেন্সিংয়ের গেট ভেঙে দর্শকদের একটি অংশ মাঠে ঢুকে পড়ে।

এতে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পুলিশও সাময়িকভাবে দিশেহারা হয়ে পড়ে। শেষ পর্যন্ত অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করে মাঠ খালি করার চেষ্টা চালানো হয়।

বিশ্ব ফুটবলের অন্যতম আইকনের আগমন ঘিরে এমন বিশৃঙ্খলা ভারতের ক্রীড়াঙ্গনে নতুন করে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। তবুও মেসিকে এক ঝলক দেখার উন্মাদনা স্পষ্ট করে দিয়েছে—ভারতে আজও তিনি আবেগের নাম।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন