- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ফুটবল তারকা লিওনেল মেসির ঐতিহাসিক সাফল্যের স্মৃতি ধরে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামের আসল ঘাস এবার স্মারক হিসেবে বিক্রি করা হচ্ছে, যা ভক্তরা কিনতে পারবেন বিভিন্ন দামে।
ইন্টার মায়ামি কর্তৃপক্ষ জানিয়েছে, চেজ স্টেডিয়ামের ঘাস নিয়ে মোট পাঁচ ধরনের স্মারক পণ্য বাজারে আনা হচ্ছে। এসব পণ্যের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ৫০ ডলার, আর সর্বোচ্চ মূল্য ৭৫০ ডলার যার বাংলাদেশি মূল্য প্রায় ৯১ হাজার টাকা। ইতিমধ্যে প্রি-অর্ডার নেওয়া শুরু হয়েছে।
চেজ স্টেডিয়াম শিগগিরই ইন্টার মায়ামির হোম ভেন্যু হিসেবে বিদায় নিচ্ছে। ২০২৬ সাল থেকে ক্লাবটি নতুনভাবে নির্মিত ‘মায়ামি ফ্রিডম পার্কে’ নিজেদের ম্যাচ আয়োজন করবে। এই পরিবর্তনের আগে পুরোনো মাঠের স্মৃতি ধরে রাখতে ভক্তদের জন্য বিশেষ স্মারক সংগ্রহের ব্যবস্থা করেছে ক্লাবটি, যার অংশ হিসেবেই ঘাস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২০ সালে এমএলএসে যাত্রা শুরুর পর থেকেই চেজ স্টেডিয়াম ছিল ইন্টার মায়ামির ঘরের মাঠ। ক্লাবের প্রথম দিকের পথচলা থেকে শুরু করে লিওনেল মেসির যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক সবকিছুই এই মাঠকে ঘিরে। চলতি মাসের শুরুতে এখানেই এমএলএস কাপ জিতে ক্লাব ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পায় মেসির দল।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, চেজ স্টেডিয়াম ইন্টার মায়ামির জন্মস্থান এবং বহু স্মরণীয় মুহূর্তের সাক্ষী। মেসির আগমন, ক্লাবের প্রথম শিরোপা সবই এই মাঠের সঙ্গে জড়িয়ে আছে।
ভক্তদের জন্য বাজারে আসা পণ্যের মধ্যে রয়েছে দুটি ৫০ ডলারের স্মারক কি-চেইন, যার একটিতে বিশেষ নকশা খোদাই করা এবং অন্যটি ১০ নম্বর জার্সির আদলে তৈরি। এছাড়া তিনটি প্রিমিয়াম সংস্করণও রয়েছে। ২০০ ডলারের ‘মিনি আলট্রা লাক্স বক্সে’ স্বচ্ছ অ্যাক্রিলিক কিউবের ভেতরে রাখা আছে মাঠের আসল ঘাস। ৩৫০ ডলারের ‘গ্র্যান লাক্স’ সংস্করণে যুক্ত হয়েছে বিশেষ নকশার ধাতব টিকিট। আর সবচেয়ে দামী ৭৫০ ডলারের ‘আলট্রা বক্সে’ থাকছে উন্নতমানের ফিনিশ ও আলাদা নকশার অভ্যন্তর।