- ১৩ অক্টোবর, ২০২৫
ইন্টার মিয়ামির তারকা ফুটবলার লিওনেল মেসির দুই গোল ও একটি অ্যাসিস্ট ম্যাচের শেষ ১৫ মিনিটে দলকে জিতিয়ে এমএলএস লিগ কাপে ফাইনালে পৌঁছে দিল। ১০ জনের ওরল্যান্ডো সিটির বিরুদ্ধে ৩-১ বিজয় নিশ্চিত করে মিয়ামি, যা তাদের সামনে সিয়াটল সাউন্ডার্সের সঙ্গে ফাইনালের দ্বার উন্মুক্ত করেছে।
ডান থাইয়ের চোটের কারণে দুইটি ম্যাচে অনুপস্থিত থাকার পর ৭৭ মিনিটে পেনাল্টি গোল করে মেসি ইন্টারকে ১-১ সমতা এনে দেন। এরপর ৮৮ মিনিটে জর্ডি আলবার সঙ্গে সংযুক্ত হয়ে হোম দলকে এগিয়ে দেন। ইনজুরি সময়ে তেলাস্কো সেগোভিয়া তৃতীয় গোল যোগ করে ফাইনালের আশা দৃঢ় করেন।
ইন্টার মিয়ামি সহকারী কোচ জাভিয়ার মোরালেস বলেন, “মেসি নিয়ে কথা বলার মতো শব্দই নেই। মাত্র দুই-তিন দিন অনুশীলন করেছিলেন এবং তারপর ৯০ মিনিট খেলেন। খেলায় এমন পরিস্থিতি তৈরি করলেন যে, গোল করার সুযোগও তৈরি হলো।”
মেসি নিজেও স্বীকার করেছেন, “আমি প্রথমার্ধে কিছুটা ভয় পেয়েছিলাম, কিন্তু দ্বিতীয়ার্ধে নিজেকে আরও সহজভাবে খেলতে পারলাম। এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কারণ আমরা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছিলাম, যারা এই বছর আমাদের দুটি ম্যাচেই জিতেছিল।”
সিয়াটল সাউন্ডার্স, যারা লস এঞ্জেলেস গ্যালাক্সির কাছে ২-০ ব্যবধানে জয় লাভ করেছে, আগামী রবিবার এমএলএস লিগ কাপে ফাইনালে মিয়ামির সঙ্গে মুখোমুখি হবে। সাউন্ডার্সের পেদ্রো দে লা ভেগা এবং ওসাজে রোসারিও গোল করে দলকে এগিয়ে নিয়ে গিয়েছেন।