- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি লিওনেল মেসির জন্য হয়ে উঠেছে বিশেষ স্মরণীয়। আর্জেন্টিনার মাটিতে এই ম্যাচেই খেলবেন তিনি শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। এর আগে তাকে উপহার দেওয়া হলো একটি বিশেষ জার্সি।
বুয়েনস আয়ার্সের এএফএ সদর দপ্তরে গonzালো গার্সিয়া, রেসিং ক্লাবের ষষ্ঠ বিভাগের কোচ, মেসিকে এই জার্সি উপহার দেন। জার্সিটি ‘লা ক্রেমা’ নামের এক অপেশাদার ক্লাবের, যা ২০২৪ সালের কোপা পোত্রেরো জয়ী। ক্লাবটির আয়োজন করেছিলেন মেসির ঘনিষ্ঠ বন্ধু সার্জিও আগুয়েরো।
গার্সিয়া ইনস্টাগ্রামে লিখেছেন, “২০০৬-২০২৫। অনেক বছর কেটে গেল, কিন্তু বিনয় এখনো একই।” ২০০৬ সালে মেসি প্রথম বিশ্বকাপে খেলতে যান জার্মানিতে, এবং তখন থেকেই গড়ে ওঠে গার্সিয়ার সঙ্গে তার বন্ধুত্ব।
এছাড়া মেসি গার্সিয়াকে একটি স্বাক্ষরিত আর্জেন্টিনা জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ডও উপহার দেন। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি মেসির জন্য আবেগঘন মুহূর্ত হয়ে উঠেছে, যেখানে তিনি শেষবার আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ বাছাইপর্ব খেলবেন।