- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের জয় নির্ধারণ করেছেন ব্যাটসম্যান লিটন দাস। সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া লিটন দাসের ব্যাটিং পারফর্ম্যান্সই বাংলাদেশকে দিয়েছে জয়ের আনন্দ।
এই সিরিজে লিটন দাস ভাঙেন সাকিব আল হাসানের টি-টোয়েন্টিতে সর্বাধিক ফিফটির রেকর্ড। সিরিজ শুরুর আগে তার ফিফটির সংখ্যা ছিল ১২টি, যা শেষ ম্যাচে দুই ফিফটির মাধ্যমে ১৪-এ উন্নীত হয়। এর মাধ্যমে বাংলাদেশে সর্বোচ্চ টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড এখন তার দখলে।
লিটন আরও একটি রেকর্ড গড়েছেন। শেষ ম্যাচে ৪টি ছক্কার সাহায্যে তার ছক্কা সংখ্যা ৩১-এ পৌঁছে, যা সমান ছিল মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে। এছাড়া, অধিনায়ক হিসেবে এটি তার টানা তৃতীয় সিরিজ জয়, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন।
ম্যাচ শেষে লিটন দাস বলেন, “আমি কখনও রেকর্ডের জন্য খেলি না। যদি রেকর্ডের কথা চিন্তা করতাম, অনেক ফিফটি মিস হতো অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে।”