- ১৩ অক্টোবর, ২০২৫
সিনসিনাটির বিপক্ষে গোল না পেলেও, নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ঘুরে দাঁড়ালেন লিওনেল মেসি। জোড়া গোল করে দলকে এনে দিলেন বিশাল জয়। মেজর লিগ সকারে (MLS) ইন্টার মিয়ামি ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করল রেড বুলসকে।
রোববার (২০ জুলাই) রেড বুলস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে দাপুটে ফুটবল খেলেছে ইন্টার মিয়ামি। বল দখল, আক্রমণ, ফিনিশিং—সব কিছুতেই এগিয়ে ছিল মেসির দল। ম্যাচে ৬৪ শতাংশ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় তারা, যার ৮টি ছিল লক্ষ্যে এবং ৫টি বল ঠাঁই পায় জালে।
প্রথমে অবশ্য এগিয়ে যায় স্বাগতিক রেড বুলস। ম্যাচের ১৫ মিনিটে অ্যালেক্সান্ডার হ্যাক গোল করে রেড বুলসকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৪ মিনিটে লিওনেল মেসির নিখুঁত পাসে গোল করেন জর্দি আলবা, যা ম্যাচে সমতা আনে।
এরপরই শুরু হয় মিয়ামির দাপট। ২৭ মিনিটে মেসির উড়ন্ত ক্রস থেকে গোল করেন তেলাসকো সেগোভিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে ব্যবধান ৩-১ করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে মেসির জাদু আরও রঙ ছড়ায়। ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের লম্বা বল ধরে ডান পায়ে গোল করেন মেসি। ৭৫ মিনিটে বুক দিয়ে বল নিয়ন্ত্রণ করে চোখধাঁধানো ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
এই জয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পঞ্চম স্থানে উঠে এসেছে মিয়ামি। তারা ২১ ম্যাচে ৪১ পয়েন্ট সংগ্রহ করেছে। ২৪ ম্যাচে শীর্ষে থাকা সিনসিনাটি ও অন্য তিনটি দলকেও টপকানোর সুযোগ এখন মেসিদের সামনে, যদি বাকি তিন ম্যাচে জয় তুলে নিতে পারে তারা।
এই জয়ে লিগে আবারও শিরোপা সম্ভাবনার জোরালো বার্তা দিল ইন্টার মিয়ামি, আর মেসি প্রমাণ করলেন—এক ম্যাচের নীরবতা মানেই থেমে যাওয়া নয়, পরের ম্যাচেই ফিরতে পারেন আগুনে রূপে।