Tuesday, October 14, 2025

মেসির গোল-অ্যাসিস্টে ইন্টার মায়ামির প্রতিশোধ, সিয়াটলকে হারাল ৩-১ গোলে


ছবিঃ মেসি ৪১তম মিনিটে বলের জন্য দৌড়ে এসে গোল করে সিয়াটলের বিপক্ষে দলের দ্বিতীয় গোল নিশ্চিত করেন। (সংগৃহীত । ক্রিস আর্জুন/এএফপি )

স্টাফ রিপোর্টার | PNN:

দুই সপ্তাহ আগেই লিগস কাপ ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে হেরে হয়েছিল ইন্টার মায়ামি। তবে মেজর লিগ সকারে ঘুরে দাঁড়িয়ে এবার প্রতিশোধ নিল মেসির দল।

মঙ্গলবার রাতে ৩-১ গোলের জয়ে উজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচের ১২তম মিনিটেই দুর্দান্ত আউটসাইড-ফুট পাসে সতীর্থ জর্দি আলবাকে গোল উপহার দেন তিনি। এরপর ৪১তম মিনিটে আলবার অ্যাসিস্টে নিজেও গোল করেন মেসি, দলকে এনে দেন ২-০ ব্যবধান।

দ্বিতীয়ার্ধে ইয়ান ফ্রে হেডে গোল করে ব্যবধান বাড়ান। যদিও ৬৯তম মিনিটে মেক্সিকান ফুটবলার ওবেদ ভার্গাস সিয়াটলের হয়ে একটি গোল শোধ করেন, তবে তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

এদিনও নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি লুইস সুয়ারেস। শেষ দিকে মেসির দ্বিতীয় গোলের সুযোগ ফিরিয়ে দেন সিয়াটলের গোলরক্ষক স্তেফান ফ্রেই।

নতুন সাইনিং মাতেও সিলভেত্তিও মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ থেকে এসে ইন্টার মায়ামির হয়ে আত্মপ্রকাশ করেন।

আগামী শনিবার ইন্টার মায়ামি মুখোমুখি হবে ডিসি ইউনাইটেডের, আর সিয়াটল সাউন্ডার্স রবিবার খেলবে অস্টিন এফসির বিপক্ষে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন