- ১৩ অক্টোবর, ২০২৫
নতুন চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের প্রথম রাতেই ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের জোড়া পেনাল্টি গোলে ১০ জনের দলে পরিণত হয়েও তারা ২–১ ব্যবধানে হারিয়েছে ফরাসি ক্লাব মার্শেইকে। এ জয় রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের প্রতিযোগিতায় ২০০তম জয় এনে দিয়েছে—যা ইউরোপিয়ান কাপের আধুনিক রিব্র্যান্ডিংয়ের পর প্রথম কোনো দলের অর্জন।
সান্তিয়াগো বার্নাবেউয়ে মঙ্গলবার রাতে খেলা শুরুতেই এগিয়ে যায় অতিথি মার্শেই। যুক্তরাষ্ট্রের ফুটবলার টিমোথি ভিয়া, যিনি কিংবদন্তি জর্জ ভিয়ার ছেলে, ম্যাসন গ্রিনউডের অ্যাসিস্টে গোল করেন। তবে ২৯ মিনিটে রদ্রিগোকে ফাউল করার পর পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান এমবাপ্পে। ম্যাচের শেষ দিকে, ৮১ মিনিটে এক ডিফেন্ডারের হাত ছোঁয়া বল থেকে আবারও স্পটকিকে গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড।
এ জোড়া গোলের সুবাদে এমবাপ্পে মাদ্রিদের হয়ে মাত্র ৬৪ ম্যাচে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এর মাধ্যমে তিনি কিংবদন্তি রুড ভ্যান নিস্টলরয়ের রেকর্ডের সমান হয়ে গেলেন।
ম্যাচের উত্তেজনা আরও বাড়ে ৭২ মিনিটে, যখন মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহালকে মার্শেই গোলরক্ষক জেরোনিমো রুলিকে হেডবাট করার কারণে লাল কার্ড দেখানো হয়। তবে সংখ্যাগত ঘাটতি কাটিয়ে জয়ের হাসি ধরে রাখতে সক্ষম হয় স্বাগতিকরা।
রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর জন্য এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে ডেবিউ ম্যাচ এবং সেটি জয় দিয়েই শুরু করলেন তিনি।
অন্যদিকে, দিনের আরেক আলোচ্য ম্যাচে ডর্টমুন্ড ও জুভেন্টাস রোমাঞ্চকর ৪–৪ গোলে ড্র করেছে। এছাড়া টটেনহ্যাম ভিয়ারিয়ালকে ১–০ গোলে হারিয়েছে প্রতিপক্ষ গোলরক্ষকের আত্মঘাতী গোলে।