Friday, December 5, 2025

মেসির এক গোল ও তিন অ্যাসিস্টে মায়ামির দুর্দান্ত অগ্রযাত্রা, সিনসিনাটিকে ৪-০ গোলে বিধ্বস্ত


ছবিঃ ইন্টার মায়ামির লিওনেল মেসি ২৩ নভেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের টিকিউএল স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে এমএলএস কনফারেন্স সেমিফাইনাল ম্যাচে দলের প্রথম গোল করার পর উদযাপন করছেন (সংগৃহীত । আল জাজিরা । জেফ ডিন/গেটি ইমেজেস via এএফপি)

স্টাফ রিপোর্ট: PNN 

লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্স আর তরুণ ফরোয়ার্ড তাদেও আলেন্দের জোড়া গোলের সুবাদে ইন্টার মায়ামি এমএলএস পূর্ব কনফারেন্স সেমিফাইনালে সিনসিনাটিকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ইস্ট ফাইনালে উঠেছে।

মায়ামির আরও একটি গোল করেন ১৯ বছর বয়সী মাতেও সিলভেত্তি, যিনি একটি অ্যাসিস্টও প্রদান করেন। ক্লাবের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে সফল প্লে-অফ যাত্রা।

ম্যাচের শুরু থেকেই সমান তালে লড়াই করছিল দুই দল। তবে ১৯তম মিনিটে সুযোগ তৈরি করেন জর্দি আলবা। তার ইন্টারসেপশন থেকে গড়া আক্রমণে বাম দিক থেকে সিলভেত্তির নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মেসি। এই গোলের পর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় মায়ামি।

মেসি এই পোস্টসিজনে এখন পর্যন্ত ৬ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন—মায়ামির প্রতিটি প্লে-অফ গোলেই তার সরাসরি অবদান রয়েছে। নিয়মিত মৌসুমে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে তিনি দ্বিতীয়বারের মতো এমএলএস এমভিপি জয়ের দৌড়ে এগিয়ে আছেন।

৫৭তম মিনিটে সাইড থ্রো থেকে শুরু হওয়া আক্রমণে অসাধারণ ঘূর্ণায়মান শটে জাল খুঁজে পান সিলভেত্তি। সেই আক্রমণেও কোরিওগ্রাফারের ভূমিকায় ছিলেন মেসি—আলেন্দের কাছ থেকে পাওয়া বল নরমভাবে সিলভেত্তির সামনে বাড়িয়ে দেন তিনি।

এরপর মায়ামির তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড তাদেও আলেন্দে জোড়া গোল করে দলের জয় আরও নিশ্চিত করে তোলেন। ৬২তম মিনিটে মেসির দারুণ পাস থেকে রক্ষণভাগ ভেদ করে গোল করেন তিনি। আর ৭৪তম মিনিটে আরেকটি দ্রুতগতির কাউন্টার অ্যাটাকে মেসির থ্রু বল থেকে নিজের দ্বিতীয় গোল তুলে নেন আলেন্দে।

পরপর তৃতীয় মৌসুমে নিজেদের মাঠে প্লে-অফ থেকে বিদায় নিল সিনসিনাটি। এবারও এক ম্যাচ দূরে থেকে ইস্ট ফাইনালে ওঠার স্বপ্ন ভাঙল তাদের। অপরদিকে ইন্টার মায়ামি পরপর দ্বিতীয়বারের মতো ৪-০ ব্যবধানে জয় তুলে নিয়ে নতুন উচ্চতায় পৌঁছাল।

তাদের প্রতিপক্ষ এবার নিউ ইয়র্ক সিটি এফসি, যারা একই দিনে শীর্ষ বাছাই ফিলাডেলফিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন