Monday, January 19, 2026

মেসির আগমন ঘিরে উৎসবে মেতে উঠেছে কলকাতা


ছবিঃ লিওনেল মেসি। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির ভারত সফর এখন আর কেবল অপেক্ষার বিষয়। দিন গুনছে কলকাতা, বাড়ছে উত্তেজনা–উৎসবের আবহ। আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে মেসি কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে। সেখান থেকে কঠোর নিরাপত্তায় তাকে শহরের এক পাঁচতারকা হোটেলে নিয়ে যাওয়া হবে।

আগামী ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ‘গোট (গ্রেটেস্ট অব অল টাইম) কনসার্ট’। শুধু কনসার্ট নয়—মেসির সফরকে কেন্দ্র করে কলকাতায় সাজানো হয়েছে একাধিক বিশেষ আয়োজন।

লেক টাউনের মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। প্রথম পরিকল্পনা অনুযায়ী, ফুটবল সম্রাট সেখানে স্বশরীরে হাজির হয়ে মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। কিন্তু শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে এ পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে।

মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন মেসি। হোটেলে অবস্থান থেকেই ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন তিনি।

এর আগেই একই স্থানে স্বাগত জানানো হয়েছিল প্রয়াত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে। তিনিই প্রথম নিজের মূর্তির উদ্বোধন করেছিলেন এখানেই। তাই মেসির ভার্চ্যুয়াল অংশগ্রহণেও আবেগের ঘাটতি থাকবে না বলে মনে করছেন আয়োজকেরা।

ঐতিহাসিক ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের স্মরণে সেই বছরের জার্সির আদলে তৈরি করা হয়েছে একটি বিশেষ স্মারক জার্সি। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে যে ম্যাচে ভারতের প্রথম কোনো ক্লাব হিসেবে শিল্ড জিতেছিল মোহনবাগান—সেই স্মৃতিচিহ্ন এবার উপহার দেওয়া হবে মেসিকে। জার্সিটি তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট।

সল্টলেকের কনসার্টে অংশ নিয়ে সেদিনই হায়দরাবাদের উদ্দেশে রওনা দিবেন মেসি। অত্যাধুনিক নিরাপত্তা, নিয়ন্ত্রিত সময়সূচি আর ভক্তদের উন্মাদনা মিলিয়ে তার ভারত সফর ঘিরে চলছে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি।

কলকাতা এখন শুধু এক ফুটবল তারকার আগমনের অপেক্ষায় নয়—পুরো শহর যেন আরেকবার ফুটবল ইতিহাসের সাক্ষী হতে মুখিয়ে আছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন