Monday, January 19, 2026

বেতন কমতে পারে কোহলি–রোহিতের, উল্টো পথে শুবমান গিল


ফাইল ছবিঃ কেন্দ্রীয় চুক্তিতে বেতন কমতে পারে রোহিত-কোহলির। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ভারতীয় ক্রিকেটে দুই যুগান্তকারী তারকা—বিরাট কোহলি ও রোহিত শর্মা—এখন ক্যারিয়ারের সায়াহ্নে। দুজনের বয়সই পেরিয়েছে ৩৫, এবং বর্তমানে কেবল ওয়ানডে ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলছেন তারা। এমন পরিস্থিতিতে তাদের কেন্দ্রীয় চুক্তির বেতন কমানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), এমনটাই জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।

বর্তমানে কোহলি ও রোহিত আছেন বোর্ডের সর্বোচ্চ ‘এ+’ ক্যাটাগরিতে। তাদের সঙ্গে আছেন জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। তবে তিন ফরম্যাটে আর না খেলায় এই দুই সিনিয়র ক্রিকেটারকে শীর্ষ ক্যাটাগরি থেকে নামিয়ে আনার প্রস্তাব তোলা হয়েছে। গত বছর পর্যন্ত টেস্ট–টি-টোয়েন্টিতে না খেললেও অতীত পারফরম্যান্সের কারণে তারা ‘এ+’-এ ছিলেন। এবার টেস্ট ছাড়ার পর নিয়মিত ওয়ানডে-নির্ভর হওয়ায় বেতন ২ কোটি রুপি করে কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানা গেছে।

আগামী ২২ ডিসেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বোর্ড সূত্রের দাবি, দুজনকে ‘এ+’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে নামিয়ে আনার বিষয়ে ইতোমধ্যে প্রাথমিক মতামত তৈরি হয়েছে।

এদিকে ভারতের নতুন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক শুবমান গিলের জন্য অপেক্ষা করছে সুসংবাদ। বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে ‘এ’ থেকে উন্নীত করে ‘এ+’ ক্যাটাগরিতে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ‘এ+’ ক্যাটাগরির ক্রিকেটাররা বছরে পান ৭ কোটি রুপি, যেখানে ‘এ’ ক্যাটাগরির বেতন ৫ কোটি। গিলের নেতৃত্বে নতুন রূপে টিম ইন্ডিয়ার ভবিষ্যৎ পরিকল্পনা সাজানো হচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

৩৭ বছর বয়সী রোহিত ও ৩৬ বছর বয়সী কোহলি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা–ভারত ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন দুই তারকাই। কোহলি তিন ম্যাচে করেছেন ৩০২ রান, গড় ১৫১—স্ট্রাইক রেট ১১৭-এর ওপরে। করেছেন ২টি সেঞ্চুরি ও ১টি ফিফটি। রোহিতও টানা দুটি অর্ধশতক করে ফিরে এনেছেন তার ফর্ম।

বোর্ডের সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিক নয়। তবে আগামীর টিম কম্বিনেশন ও ফরম্যাট-নির্ভর পরিকল্পনা অনুযায়ী ভারতীয় ক্রিকেটে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন