- ১৩ অক্টোবর, ২০২৫
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড মাত্র ২৪ বছর বয়সেই ফুটবল বিশ্বে এক অসাধারণ মাইলফলক অর্জন করেছেন। ফিফা ক্লাব বিশ্বকাপে জুভেন্টাসের বিপক্ষে গোল করে তিনি নিজের ক্যারিয়ারের ৩০০তম গোল পূর্ণ করেছেন। এই অনবদ্য কীর্তি গড়তে নরওয়েজিয়ান এই গোলমেশিন সময় নিয়েছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও অনেক কম ম্যাচ।
অরল্যান্ডোতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি জুভেন্টাসকে ৫-২ গোলে হারায়। এই ম্যাচেই দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমে নিজের তৃতীয় স্পর্শেই গোল আদায় করে নেন হালান্ড। কাছ থেকে বল জালে জড়িয়ে তিনি তার ক্যারিয়ারের গোলসংখ্যা ৩০০-তে নিয়ে যান।
হালান্ডের এই অর্জন আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ তিনি মাত্র ৩৭০টি ম্যাচ খেলেই এই মাইলফলক ছুঁয়েছেন। তার ক্লাব ক্যারিয়ারে মোল্ডে, আরবি সালজবুর্গ, বরুশিয়া ডর্টমুন্ড এবং ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ছাড়াও নরওয়ে জাতীয় দলের হয়েও তিনি এই গোলগুলো করেছেন। বিশ্বখ্যাত ফরোয়ার্ডদের তুলনায় এত কম ম্যাচ খেলে ৩০০ গোলের মালিক হওয়ায় হালান্ড নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
ছবি: আর্লিং হালান্ড | (ইন্টারনেট হতে সংগৃহীত)