- ১৩ অক্টোবর, ২০২৫
তাইজুল ইসলামের করা ১১৭তম ওভারের প্রথম বলেই রান আউট হন কুশল মেন্ডিস, যিনি ৮৭ বলে ৮৪ রান করেছিলেন। ওই ওভারের পঞ্চম বলে আক্রমণাত্মক শটে আউট হয়ে যান শেষ ব্যাটার আসিথা ফার্নান্ডো।
ফলে ১১৬.৫ ওভারে ৪৫৮ রান তুলে প্রথম ইনিংস শেষ করে স্বাগতিক শ্রীলঙ্কা, যা বাংলাদেশকে ২১১ রানে পিছিয়ে দেয়। আজকের দিনে দুই সেশনে মোট ৩৮.৫ ওভার ব্যাট করে ১৬৮ রান সংগ্রহের পথে শ্রীলঙ্কা হারায় তাদের বাকি ৮টি উইকেট। বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম একাই নেন ৫ উইকেট, দেন ১৩১ রান। এটি টেস্টে তার ১৭তম ৫ উইকেট শিকার।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১১৬.৫ ওভারে ৪৫৮
নিশাঙ্কা ১৫৮(২৫৪), চান্দিমাল ৯৩(১৫৩), কুশল ৮৪(৮৭), কামিন্দু ৩৩(৪১); তাইজুল ৫/১৩১, নাঈম ৩/৮৭, নাহিদ ১/৯৪
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪৭।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ৬৩/৩
ছবিঃ ৫ উইকেট নিয়েছেন তাইজুল (ছবিঃ সংগৃহীত)