Tuesday, October 14, 2025

লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল: অস্ট্রেলিয়ার বড় লিড, দক্ষিণ আফ্রিকার সামনে ২৮২ রানের টার্গেট


লর্ডসের ঐতিহ্যবাহী মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া তাদের সুবিধাজনক অবস্থান আরও দৃঢ় করেছে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৪৪ রান নিয়ে নেমে দিন শেষে তারা নিজেদের লিড ২৮১ রানে নিয়ে গিয়েছে। এর ফলে দক্ষিণ আফ্রিকার সামনে টেস্ট শিরোপা জয়ের জন্য ২৮২ রানের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড বেডিংহাম একদিন আগেই বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া যত রানের লক্ষ্যই দিক, আমরা তাড়া করে ফেলার আত্মবিশ্বাস রাখি।’ কিন্তু ম্যাচের অগ্রগতি থেকে দেখা যাচ্ছে, আজকের দিনটিতে মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের শেষ উইকেট জুটিতে ২২.২ ওভার ধরে ৫৯ রান যোগ করে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে বেশ কঠিন পরিস্থিতিতে ফেলেছে।

স্টার্ক ১৩৬ বল খেলে ৫৮ রানে অপরাজিত ছিলেন এবং এটি তাঁর নয় নম্বরে নেমে টেস্টে অষ্টম ফিফটির রেকর্ড। টেস্ট ইতিহাসে নয় নম্বরে নেমে এতগুলো ফিফটি করা ব্যাটসম্যানের মধ্যে তিনি শীর্ষে আছেন।

অপরদিকে, হ্যাজলউড ৫৩ বল খেলে ১৭ রান করে ফেরেন। কাগিসো রাবাদার একটি তোপের বলে তিনি ক্যাচ দিয়ে ফেরেন। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে এখন বড় সংগ্রহ গড়ার জন্য সংগ্রাম করছে।

ছবি: রয়টার্স থেকে সংগৃহীত

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন