Tuesday, October 14, 2025

ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসি শীর্ষ কমান্ডার, ইরানের প্রতিশোধের অঙ্গীকার


মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আগুন জ্বালিয়ে দিল ইসরায়েলি বিমান হামলা। ইসরায়েল দাবি করেছে, বৃহস্পতিবার রাতের অভিযানে ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিমানবাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই দেশের মধ্যকার ছায়াযুদ্ধ সরাসরি সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হাজিজাদেহসহ একাধিক শীর্ষ কর্মকর্তা একটি ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বৈঠক করছিলেন। সেখানেই ইসরায়েলি যুদ্ধবিমান চালানো হামলায় পুরো স্থাপনাটি ধ্বংস হয়। নিহতদের মধ্যে আইআরজিসির ড্রোন ইউনিট ও আকাশ প্রতিরক্ষা ইউনিটের সিনিয়র কমান্ডাররাও রয়েছেন।

আইডিএফের দাবি, এই কমান্ড সেন্টার থেকেই ইরানের সাম্প্রতিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিকল্পনা করা হচ্ছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবকাঠামো।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও ‘তেহরান টাইমস’ হাজিজাদেহর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে হামলাকে "নৃশংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড" আখ্যা দিয়ে বলেছে, “এই অপরাধ ইরানি জাতিকে দুর্বল করবে না, বরং আমাদের প্রতিশোধের সংকল্প আরও দৃঢ় করে তুলবে।”

হাজিজাদেহ গত ১৬ বছর ধরে আইআরজিসির বিমানবাহিনীর নেতৃত্বে ছিলেন। তাঁর সময়ে ইরান তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতায় ব্যাপক অগ্রগতি অর্জন করে। ২০১৯ সালে সৌদি আরবের তেল স্থাপনায় আলোচিত ড্রোন হামলারও নেতৃত্বে ছিলেন তিনি, বলে দাবি করেছে আইডিএফ।


ছবি: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন