- ১৩ অক্টোবর, ২০২৫
ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের দলগুলো শুরু থেকেই চমক দেখাচ্ছে। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। সবাইকে অবাক করে দিয়ে ইউরোপিয়ান দুই জায়ান্টকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্লুমিনেন্স ও আল হিলাল। ম্যাচ শুরুর আগে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়াগো জোতাকে স্মরণ করা হয়।
ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্লুমিনেন্স। শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ইতিহাস গড়লেও কোয়ার্টার ফাইনালের বাধা আর পেরোতে পারল না সৌদি ক্লাবটি। ব্রাজিলিয়ানদের চমকের কাছে হোঁচট খেয়ে বিদায় নিয়েছে তারা।
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামজুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পর্তুগিজ সতীর্থকে হারিয়ে আল হিলালের রুবেন নাভাস ও জোয়াও ক্যানসেলোর কান্নাভেজা চোখ বাকিদেরও ছুঁয়ে যায়। স্পেনে এক সড়ক দুর্ঘটনায় জোতা ও তার ফুটবলার ভাই আন্দ্রে সিলভা মারা যান। দুই ভাইয়ের মৃত্যুতে ফুটবল দুনিয়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ফ্লুমিনেন্স জয় পেলেও ম্যাচজুড়ে ছিল আল হিলালের আধিপত্য। ম্যাচের অন্যান্য পরিসংখ্যানে সৌদি ক্লাবটি এগিয়ে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে ছিল। ৫৮ শতাংশ বল দখলে রেখে ১৫টি শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে আল হিলাল। বিপরীতে ফ্লুমিনেন্স ৪২ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নিতে পারলেও লক্ষ্যে ছিল ৩টি। ম্যাচের প্রথম গোলটি পায় ব্রাজিলিয়ান ক্লাবটি। ৪০তম মিনিটে গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের সহায়তায় বক্সের ভেতর বল পেয়ে জালে জড়ান মার্তিনেল্লি। এই গোলের সুবাদে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ফ্লুমিনেন্স।