Tuesday, October 14, 2025

গাজায় ইসরায়েলের 'ফ্রেন্ডলি ফায়ার': ৩১ সেনা নিহত, মোট মৃত্যু ৪৪০


ছবি: স্থল অভিযানে অংশ নিতে গাজায় প্রবেশের অপেক্ষায় সীমান্তে জড়ো হওয়া ইসরায়েলি সেনাবহর(সংগৃহীত । রয়টার্স)

গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানে ইসরায়েলের অন্তত ৩১ জন সেনা নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে, যা ইসরায়েলি বাহিনীর অভ্যন্তরীণ ভুলের ভয়াবহতা তুলে ধরে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় 'স্থল অভিযান' শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের মোট ৪৪০ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জন অভিযান পরিচালনা–সংক্রান্ত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যা মোট মৃত্যুর প্রায় ১৬ শতাংশ। এই পরিসংখ্যান যুদ্ধের ময়দানে অসতর্কতা বা সমন্বয়হীনতার গুরুতর চিত্র তুলে ধরছে।

বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, নিহত সেনাদের মধ্যে ৩১ জন 'ফ্রেন্ডলি ফায়ারে', ২৩ জন গোলাবারুদ–সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাঁজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে এবং ৬ জন অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় মারা গেছেন।

ইসরায়েলি আর্মি রেডিওর খবরে আরও বলা হয়েছে, গত ১৮ মার্চ ইসরায়েল গাজায় সামরিক অভিযান আবার শুরু করার পর থেকে এখন পর্যন্ত সেখানে ৩২ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে মাত্র দুজন 'অভিযান পরিচালনা–সংক্রান্ত দুর্ঘটনায়' নিহত হয়েছেন, যা আগের সময়ের তুলনায় এই ধরনের মৃত্যুর হার কমে আসার ইঙ্গিত দেয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন