Monday, January 19, 2026

কলকাতার হয়ে আইপিএলে চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হলেন মোস্তাফিজ


ছবিঃ মোস্তাফিজ ও মাশরাফী (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আইপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে নিলামে সর্বোচ্চ দামে দল পাওয়ার রেকর্ড গড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আইপিএল মিনি নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজের জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়। শেষ পর্যন্ত বড় অঙ্কের অর্থ ব্যয় করে তাকে নিজেদের দলে ভেড়ায় কলকাতা। এর মধ্য দিয়ে আইপিএলে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন তিনি।

এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ দাম পেয়েছিলেন সাকিব আল হাসান। ২০২১ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয়। মাশরাফী বিন মোর্ত্তজাও ২০০৯ সালে কলকাতার হয়ে খেলতে গিয়ে প্রায় তিন কোটি রুপির সমপরিমাণ অর্থমূল্যে চুক্তিবদ্ধ হয়েছিলেন। মোস্তাফিজ নিজেও আগের মৌসুমগুলোতে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি। এবার তার মূল্য কয়েক গুণ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আলোচনায় তিনি।

মোস্তাফিজের এই সাফল্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মুস্তাফিজ ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে খেলবে। বাংলাদেশি টাকায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ। অভিনন্দন ফিজ। বর্তমান ফর্ম বিবেচনায় এটা মোটেও বিস্ময়ের নয়। আশা করি দারুণ কিছু করবে, ইনশা আল্লাহ।”

সাম্প্রতিক সময়ে মোস্তাফিজের পারফরম্যান্সও তার মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে চার ম্যাচে ছয় উইকেট শিকার করে নিজের ধারাবাহিকতা প্রমাণ করেছেন তিনি।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হলেন মোস্তাফিজ। এর আগে এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস। সব মিলিয়ে এটি মোস্তাফিজের আইপিএলের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া মোস্তাফিজের ইকোনমি রেট ৮.১৩। ২০১৬ সালে অভিষেক আসরেই সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নজর কাড়েন এই বাঁহাতি পেসার। এরপর থেকেই আইপিএলের প্রতিটি মৌসুমে তিনি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কেন্দ্রে রয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন