- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
কলকাতা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতের অধিনায়ক শুভমান গিল ব্যাট করতে নেমে ঘাড়ে চোট পান এবং শেষ পর্যন্ত ব্যাট করতে সক্ষম হননি। ৩ বলে ৪ রান করে গিল রিটার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। প্রথম ইনিংসে আর ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি।
শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে ক্রিজে নামেন লোকেশ রাহুল (১৩ রান) ও ওয়াশিংটন সুন্দর (৬ রান)। দিনের শুরুটা ভালোই হয়, তবে দলীয় ৭৫ রানে সুন্দর ২৯ রান করে আউট হন।
এরপর ক্রিজে আসেন শুভমান গিল। তিন বল খেলে একটি চার মারার পর অসস্তি বোধ করলে মাঠে ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর মাঠ ত্যাগ করেন গিল।
শেষ পর্যন্ত ভারত ৬২ ওভার ২ বলে ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে প্রথম ইনিংস শেষ করে। চোটের কারণে গিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। এতে দক্ষিণ আফ্রিকা ৩০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে। খেলার চা বিরতির সময় তাদের স্কোর ২৫/২।
এই চোট ভারতের জন্য বড় ধাক্কা, কারণ অধিনায়ক দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেননি।