Tuesday, October 14, 2025

ক্লাব বিশ্বকাপের শেষ আটে লড়াই শুরু, শীর্ষে ডি মারিয়া


ছবিঃ গোল্ডেন বুটের দৌড়ে শুরু (সংগৃহীত ।ইন্টারনেট )

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব ও রাউন্ড অব সিক্সটিনের জমজমাট লড়াই শেষে আজ শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের খেলা। রাত ১টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্লুমিনেন্স ও আল হিলাল। শেষ আটের লড়াইয়ে টিকে থাকা অন্যান্য দলগুলো হলো রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি, চেলসি, পালমেইরাস ও বরুশিয়া ডর্টমুন্ড।

টুর্নামেন্টের শেষ লগ্নে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গোল্ডেন বুট পাওয়ার বিষয়টি। চেলসির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রয়েছেন বেনফিকার আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি এখন পর্যন্ত সর্বোচ্চ ৪টি গোল করেছেন।

তবে ডি মারিয়াকে পেছনে ফেলে গোল্ডেন বুট জিতে নেওয়ার সুযোগ রয়েছে আরও বেশ কয়েকজন ফুটবলারের সামনে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামাল মুসিয়ালা, গঞ্জালো গার্সিয়া, হ্যারি কেইন, মাইকেল ওলিস, পেদ্রো নেতো, মার্কাস লিওনার্দো এবং সার্হো গুইরাসি। এই খেলোয়াড়দের প্রত্যেকের নামের পাশে রয়েছে সমান তিনটি করে গোল। তাদের দল কোয়ার্টার ফাইনালে ওঠায় ডি মারিয়াকে ছাড়িয়ে যাওয়ার ভালো সুযোগ পাচ্ছেন তারা।

এছাড়াও, টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি করে গোল করেছেন কিংসলে কোমান, থমাস মুলার, ওয়ালেস ইয়ান ও আশরাফ হাকিমি। তাদের দল এখনও টুর্নামেন্টে টিকে থাকায় তাদের সামনেও গোল্ডেন বুট জেতার সুযোগ থাকছে। তবে, এই পুরস্কার জিততে হলে তাদের কমপক্ষে আরও তিনটি করে গোল করতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন