- ১৩ অক্টোবর, ২০২৫
ক্লাব বিশ্বকাপে নিজেদের অপরাজিত যাত্রা অক্ষুণ্ন রেখে গ্রুপসেরা হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে আগেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করা এই ব্রাজিলিয়ান ক্লাব আজ স্বাগতিক দল লস অ্যাঞ্জেলস এফসি (এলএ এফসি)-এর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে।
ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্ল্যামেঙ্গো শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে। বল দখল এবং আক্রমণে তাদের আধিপত্য স্পষ্ট হলেও, গোলের সুযোগ তৈরিতে তারা তেমন সফল ছিল না।
ম্যাচজুড়ে ১৯টি শটের মধ্যে মাত্র ৪টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় ফ্ল্যামেঙ্গো এবং সেখান থেকে আসে কেবল একটি গোল। ম্যাচের ৮৪তম মিনিটে গোল খেয়ে ফ্ল্যামেঙ্গো হারের শঙ্কায় পড়েছিল। তবে, এর দুই মিনিট পরই ওয়ালেসে ইয়ানের গোলে সমতা ফিরিয়ে আনে তারা, ফলে ম্যাচটি ড্র হয়। এই ড্রয়ের সুবাদে ফ্ল্যামেঙ্গো অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে উঠেছে।
ফ্ল্যামেঙ্গোর গোলের পর ইয়ান (বাঁয়ে) ও অ্যালানের উদ্যাপন ছবি:এএফপি