Tuesday, October 14, 2025

জ্যাক ক্রউলির ধারাবাহিকতা আর ডাকেটের দৃঢ়তায় ইংল্যান্ডের প্রতিরোধ


ছবি: সংগৃহীত

ওল্ড ট্রাফোর্ডে চলমান ইংল্যান্ড-ভারত টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচ রোমাঞ্চকর মোড়ে। প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে, ইংলিশরা নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে। এখনো ১৩৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। তবে ব্যাট হাতে জ্যাক ক্রউলি ও বেন ডাকেট যেভাবে এগিয়ে চলেছেন, তা ইংল্যান্ডকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছে।

ডাকেট ৯৪ রান নিয়ে দিন শেষ করেছেন, মাত্র ৬ রান দূরে ফিফটির দৌড় শেষ করতে পারলেই তিন অঙ্কের দেখা পাবেন তিনি। অন্যদিকে, জ্যাক ক্রলি খেলছেন ৮৪ রানে। দুই ওপেনারই শুরু থেকে সাবলীল ব্যাটিং করেছেন এবং ভারতীয় বোলারদের ওপর প্রভাব বিস্তার করে খেলছেন।

এর আগে, প্রথম দিনে ভারত ব্যাট করতে নেমে ভালো শুরু পায়। তরুণ ওপেনার সুদর্শন করেন ৬১ রান, তার সঙ্গে জয়সওয়াল (৫৮) ও রাহুল (৪৬) গড়েন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। তবে দিনের অন্যতম চমক ছিলেন রিশভ পান্ত। ইনজুরির কারণে মাঠ ছাড়লেও পরে ভাঙা পা নিয়ে ব্যাট করতে নেমে ৭৫ বলে ৫৪ রানের এক সাহসী ইনিংস উপহার দেন তিনি। তার ইনিংসে ছিল ৩টি চারের সঙ্গে ২টি বিশাল ছক্কা।

ভারতের ইনিংস থেমে যায় ৩৫৮ রানে। ইংল্যান্ডের পক্ষে দারুণ বোলিং করেছেন বেন স্টোকস। ৭২ রানের বিনিময়ে তুলে নেন ৫টি মূল্যবান উইকেট। তার সঙ্গে জোফরা আর্চারও দুর্দান্ত ছিলেন, ৭৩ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট।

জবাবে ইংল্যান্ডের শুরু ছিল ধীরস্থির, তবে আত্মবিশ্বাসী। ওপেনাররা প্রথমে ৬২ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন। আর তৃতীয় দিনে তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেই ভারতের বোলিং আক্রমণ সামলে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।

ভারতের পক্ষে এখন পর্যন্ত একটি করে উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা (১/৩৭) এবং স্পিনার কাম্বোজ (১/৪৮)।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন