Tuesday, October 14, 2025

ইউরো চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জিতে ইতিহাস গড়ল ইংল্যান্ড


ছবি: (সংগৃহীত)

দুই বছর আগে মেয়েদের ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছিল ইংল্যান্ড। সেই পরাজয়ের রেশ কাটেনি এখনো। তবে ইউরো চ্যাম্পিয়নশিপে এবার ইতিহাস গড়ে শিরোপার জবাব দিল ইংলিশ মেয়েরা।

গতকাল সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্পেনকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতায়

ম্যাচের সারসংক্ষেপ

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে স্পেন। ২৫তম মিনিটে ওনা ব্যাটলের দুর্দান্ত ক্রসে হেডে গোল করেন মারিওনা কালদেন্তে। প্রথমার্ধের পুরোটা সময় বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্প্যানিশরা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থাকে ইংল্যান্ড।

বিরতির পর ফিরে এসে লড়াইয়ে ফেরে ইংলিশ মেয়েরা। ৫৭তম মিনিটে ক্লোয়ি কেলির দূরপাল্লার ক্রসে হেডে গোল করে সমতা ফেরান অ্যালেসিয়া রুসো। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলেনি।

অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে দৃঢ় মানসিকতা ও স্নায়ু ধরে রেখে ইংলিশরা ৩-১ ব্যবধানে জিতে নেয় ম্যাচটি

ইতিহাস গড়ল ইংল্যান্ড

ইউরো চ্যাম্পিয়নশিপে এর আগে টানা শিরোপা জয়ের কৃতিত্ব ছিল কেবল জার্মানির। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত জার্মান নারী দল ৬ বার ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো ইংল্যান্ডের নামও।

বিশ্লেষকরা বলছেন, এই জয় ইংলিশ মেয়েদের ফুটবলের এক নতুন যুগের সূচনা করল। ফাইনালে হারিয়েও বিশ্বকাপের যন্ত্রণার কিছুটা হলেও সান্ত্বনা পেল দলটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন