- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার লিওনেল মেসি ঘরের মাঠে সম্ভাব্য শেষবারের মতো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলেছেন। বুধবার ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয় তুলে নেন আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করে সব আলো নিজের দিকে কাড়েন আটবারের ব্যালন ডি'অর জয়ী এই তারকা ফুটবলার।
মেসি বুয়েন্স আইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে জয়ের পর আর্জেন্টিনার ক্রীড়া চ্যানেল টিওয়াইসি স্পোর্টস-কে জানান, “আমার মনে হয় না আরেকটা বিশ্বকাপে খেলব। বয়স এবং শারীরিক পরিস্থিতি অনুযায়ী নিজের প্রতি সৎ থাকা গুরুত্বপূর্ণ। যখন ভালো লাগে, তখন উপভোগ করি; যখন শরীর ঠিক থাকে না, তখন থাকতেও ইচ্ছা হয় না।”
পরবর্তী বিশ্বকাপ খেলার বিষয়ে মেসি বলেন, “এখনই কিছু বলা সম্ভব নয়। মৌসুম শেষ, তারপর প্রি-সিজন, পরবর্তী ছয় মাসে দেখব শরীর কেমন থাকে। আশা করি ভালোভাবে এমএলএস মৌসুম শেষ করতে পারব, তারপর সিদ্ধান্ত নেব।”
ঘরের মাঠে শেষবারের মতো ম্যাচ খেলার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “দেশের মাঠে এমনভাবে শেষ করা সবসময় আমার স্বপ্ন ছিল। বার্সেলোনায় ভালোবাসা পেয়েছি, কিন্তু নিজের দেশেও তা পাওয়ার স্বপ্ন ছিল। ক্যারিয়ার জুড়ে অনেক কিছু হয়েছে, কিন্তু শুধু ভালো মুহূর্তগুলো মনে রাখতে চাই। আমাদের প্রজন্মের জন্য এটি বিশেষ একটি অভিজ্ঞতা।”