- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ঘরের মাঠে ফিরেই নিজের ব্যাটে ঝলক দেখালেন তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে তিনি তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। ১৯০ বল মোকাবিলা করে ৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ২৪ বছর বয়সী এই ব্যাটার।
এই প্রতিবেদনের সময় পর্যন্ত জয় অপরাজিত আছেন ১২৭ রানে, আর অপর প্রান্তে মুমিনুল হক ব্যাট করছেন ৫৪ রানে। দুইজনের দৃঢ় ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬৫ রান, আইরিশদের চেয়ে মাত্র ২১ রানে পিছিয়ে। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করেছিল ২৮৬ রান।
২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে অভিষেক টেস্টে শতক পাওয়া জয় দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। গত ৩০ ইনিংসে মাত্র তিনটি অর্ধশতক করতে পারায় তিনি দলে জায়গা হারিয়েছিলেন। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ফের জাতীয় দলে ডাক পেয়ে আবারও নিজেকে প্রমাণ করলেন।
আজকের ম্যাচে জয়ের সঙ্গে সাদমান ইসলামের উদ্বোধনী জুটি ছিল ১৬৮ রানের যা গত এক দশকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
বিশ্লেষকদের মতে, এই ইনিংস শুধু দলের জন্য নয়, জয়ের ক্যারিয়ারের জন্যও নতুন অধ্যায় রচনা করতে পারে। তাঁর ব্যাটিংয়ের দৃঢ়তা ও মনোযোগ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ব্যাটিং লাইনআপে নতুন আস্থা এনে দিয়েছে।