- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘ বিরতির পর অবশেষে কোচিংয়ে ফিরতে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। ফরাসি গণমাধ্যমে চলমান জল্পনার মাঝেই স্প্যানিশ দৈনিক এএস-এর সাংবাদিক হোসে ফেলিক্স দিয়াজের খবরে নিশ্চিত করা হয়েছে—২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেবেন জিদান।
জিদান ২০২১ সালে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আর কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি। যদিও যুক্তরাষ্ট্র জাতীয় দলসহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব পেয়েছেন বলে জানা যায়, তিনি সবগুলোই প্রত্যাখ্যান করেন। কারণ, তার লক্ষ্য ছিল নিজ দেশের জাতীয় দলের ডাগআউটে ফেরা।
বর্তমান ফরাসি কোচ দিদিয়ের দেশম ২০১2 সাল থেকে লে ব্লুদের (জাতীয় দলের) দায়িত্বে আছেন। তার অধীনে ফ্রান্স ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছে এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালেও পৌঁছায়।
দেশম ২০২৩ সালে নতুন চুক্তিতে সই করে ২০২৬ সালের জুলাই পর্যন্ত দায়িত্বে থাকছেন। কিন্তু রিপোর্ট বলছে, দীর্ঘ ১৪ বছরের অধ্যায়ের সমাপ্তি খুব কাছেই, এবং দেশম ও তার এজেন্টরা সৌদি আরবে সম্ভাব্য সুযোগ নিয়ে আলোচনা শুরু করেছেন।
এই পরিস্থিতিতে দেশমের বিদায়ের পরই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন জিদান, যিনি ফ্রান্সের হয়ে ১০৮টি ম্যাচ খেলেছেন, ৩১ গোল করেছেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো জিতেছেন।
ফ্রান্সে জিদানকে ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছে। তিনি সম্প্রতি বলেছেন, “আমি খুব শিগগিরই কোচিংয়ে ফিরছি।”
গত মাসে ট্রেন্টো স্পোর্টস ফেস্টিভ্যালে জিদান খোলাখুলিভাবে জানান, “একদিন আমি অবশ্যই ফ্রান্স জাতীয় দলকে কোচ করতে চাই।”
কোচিংয়ের বাইরে জিদান গত কয়েক বছর বিভিন্ন দাতব্য প্রকল্প এবং আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অংশ নিয়ে সময় কাটাচ্ছেন। গত রবিবার তিনি সান্তিয়াগো বার্নাবেউতে এনএফএলের স্পেন–ডেবিউ ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন, যেখানে মুখোমুখি হয় মায়ামি ডলফিনস ও ওয়াশিংটন কমান্ডার্স।
রিপোর্ট অনুযায়ীঃ ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ামাত্র দেশমের মেয়াদ শেষ হবে, সঙ্গে সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশন জিদানের নাম ঘোষণা করতে পারে
এর মাধ্যমে তিনবারের চ্যাম্পিয়নস লিগ–জয়ী এই কিংবদন্তি কোচ আবারও ডাগআউটে ফিরবেন, আর ফরাসি দলের নেতৃত্বে তার নতুন অধ্যায় শুরু হবে।