Tuesday, October 14, 2025

ফিটনেস ক্যাম্পের পর বাংলাদেশ দলের অনুশীলন হঠাৎ বন্ধ, বিসিবি সভাপতির সাথে জরুরী বৈঠক


ছবিঃ বাংলাদেশের খেলোয়াড় (সংগৃহীত)

জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প শেষ হওয়ার পর এশিয়া কাপের প্রস্তুতিমূলক অনুশীলন শুরু হলেও তা হঠাৎ স্থগিত রাখা হয়েছে। সূত্রের খবর, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ‘জরুরি বৈঠকে’ বসবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচ-তারকা হোটেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৮ আগস্ট) অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বোর্ড সভাপতি।

বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প ৬ আগস্ট থেকে সিলেটে শুরু হয় এবং ১৩ আগস্ট শেষ হয়। একদিনের বিরতি দিয়ে ১৫ আগস্ট থেকে আবার মাঠে নামেন টাইগাররা। এরপর ঢাকায় স্কিল অনুশীলন চলছিল। তবে সোমবার (১৮ আগস্ট) শিডিউলকৃত অনুশীলনটি বৈঠকের কারণে বাতিল করা হয়েছে।

বিসিবি সূত্র জানিয়েছে, বৈঠকে ক্রিকেটারদের সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। বোর্ডের পরিচালকরাও এতে উপস্থিত থাকবেন। বৈঠকের পরই ক্রিকেটাররা সন্ধ্যার ফ্লাইটে সিলেটে ফিরে যাবেন।

চায়ের নগরী সিলেটে অনুশীলন শেষ করার পর আগামী ২০ আগস্ট থেকে নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের জন্য আবার মাঠে নামবেন টাইগাররা। উল্লেখ্য, ১৫ আগস্ট থেকে মূল অনুশীলনে প্রথমবার পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেন লিটন কুমার দাসরা এবং দলের অন্য ক্রিকেটাররা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন