- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
আগামীকাল (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫–২৬ সালের নিলাম, আর তার ঠিক একদিন আগে বিসিবি করেছে বড় ধরনের পরিবর্তন খেলোয়াড় তালিকায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফিক্সিং সন্দেহের কারণে জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতকে চূড়ান্ত নিলাম তালিকা থেকে বাদ দিয়েছে।
বিসিবি আগে জানিয়েছিল, গত আসরে ফিক্সিং বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের কেউ নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। এই কঠোর অবস্থানের অংশ হিসেবে এবার বাদ পড়লেন বিজয় ও সৈকত।
তাদের পাশাপাশি আরও সাতজন ক্রিকেটার তালিকা থেকে বাদ পড়েছেন। বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন:আরিফুল হক, নিহাদুজ্জামান, থিসারা পেরেরা, শফিউল ইসলাম, আল আমিন হোসেন সিনিয়র, আলাউদ্দীন বাবু, শুভম রানজানে (যুক্তরাষ্ট্র)
অন্যদিকে, নতুন করে তালিকায় স্পিনার আলিস আল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম তালিকায় তার নাম নিয়ে সমালোচনা ও বিতর্ক দেখা দিয়েছিল, তবে হালনাগাদ তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন এই লেগ স্পিনার।
উল্লেখ্য, বিপিএলের সর্বশেষ আসরে এনামুল হক বিজয় খেলেছিলেন রাজশাহী কিংসের হয়ে, আর মোসাদ্দেক হোসেন সৈকত ছিলেন ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধিত্বে।
বিসিবির এই পদক্ষেপে নিশ্চিতভাবেই নিলামের আগের দিন উত্তেজনা ও আলোচনা বেড়েছে খেলোয়াড় ও ভক্তদের মধ্যে।