Tuesday, October 14, 2025

এশিয়া কাপ ফাইনাল জয়ে পাকিস্তানবিরোধী টানাপোড়েনে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট


ছবিঃ এশিয়া কাপের পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিরোপা জয়ের আনন্দে উদযাপন করছে ভারতীয় খেলোয়াড়রা। (সংগৃহীত । আল জাজিরা । সতীশ কুমার/রয়টার্স )

স্টাফ রিপোর্টার | PNN: 

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় উদযাপন করতে গিয়ে রাজনৈতিক রঙ আরও ঘনীভূত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খেলাধুলার মাঠে প্রতিপক্ষকে হারানোর ঘটনাকে তিনি সরাসরি পাকিস্তানের সঙ্গে সংঘাতের সাথে তুলনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন— “অপারেশন সিন্দুর খেলায়ও একই ফলাফল, ভারত জিতেছে!”

গত মে মাসে কাশ্মীরকে ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের সীমিত যুদ্ধ হয়েছিল। পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করে দিল্লি ‘অপারেশন সিন্দুর’ ঘোষণা করে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় তখন ৭০ জনের বেশি নিহত হন। সেই ঘটনাকেই এবার ক্রিকেট মাঠে বিজয়ের সাথে মিলিয়ে দেখেন মোদি।

ফাইনালে জয়ের পর ভারতীয় দল পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। এমনকি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতেও তারা অস্বীকৃতি জানায়। তবে সেরা খেলোয়াড় পুরস্কার জিতলেও ভারতীয় তিন খেলোয়াড় নকভিকে উপেক্ষা করে মঞ্চে ওঠেন।

এ ঘটনাকে পাকিস্তানের অধিনায়ক সালমান আগা আখ্যা দেন “খেলাধুলার জন্য ক্ষতিকর আচরণ”। তার মতে, ভালো দল প্রতিপক্ষকে সম্মান জানায়, কিন্তু ভারত সেটি করেনি।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছে, আগামী নভেম্বরে আইসিসি সভায় তারা নকভির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবে।

মাঠের বাইরের এ উত্তেজনা এশিয়া কাপের মাঠের লড়াইয়ের চেয়ে কোনো অংশে কম নয় বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন