Monday, January 19, 2026

এশিয়া কাপ ট্রফি বিতর্ক: ভারতের হাতে এখনও পৌঁছায়নি চ্যাম্পিয়ন ট্রফি


ফাইল ছবিঃ ভারতের টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

মাসখানেক আগে শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ভারতের হাতে এখনও পৌঁছায়নি ট্রফি। এই নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রধান সচিব দেবজিত সাইকিয়ার তরফ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (ACC) রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। তিনি বলেছেন, আগামী দুই দিনের মধ্যে ট্রফি না পৌঁছালে আইসিসির ত্রৈমাসিক বোর্ড সভায় বিষয়টি তুলে ধরবেন।

ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে সাইকিয়া বলেন, “এক মাস পার হয়ে গেলেও ট্রফি না দেওয়ায় আমরা কিছুটা অখুশি। আমরা হাল ছাড়িনি। ১০ দিন আগে এসিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, কিন্তু তাদের অবস্থান এখনও অপরিবর্তিত। আশা করছি এক বা দুই দিনের মধ্যে মুম্বাইয়ে বিসিসিআই সদর দফতরে ট্রফিটি পৌঁছে যাবে।”

সাইকিয়া আরও জানান, যদি দ্রুত ট্রফি হস্তান্তর না হয়, তবে আগামী মঙ্গলবার দুবাইয়ে আইসিসির সভায় বিষয়টি তোলা হবে। তিনি ভারতের জনগণকে আশ্বস্ত করেছেন যে, ট্রফি অবশ্যই ভারতে ফিরবে, শুধু সময়ের ব্যাপার মাত্র।

ফাইনালের সময় এসিসি সভাপতি মহসিন নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি, ভারতের হাতে ট্রফি হস্তান্তর করতে অস্বীকার করেন। ট্রফি নিজের সঙ্গে নিয়ে চলে যান তিনি। ফলে এখনও ভারতের চ্যাম্পিয়নত্বের স্বীকৃতি হিসেবে ট্রফি হাতে আসেনি।

সাইকিয়া বলেন, “আমরা পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচ জিতেছি এবং ট্রফিও জিতেছি। সবকিছুই রেকর্ডে আছে, শুধু ট্রফিটাই নেই। আশা করি দ্রুত শুভবুদ্ধির উদয় হবে।”

এশিয়া কাপ চলাকালীন পুরো টুর্নামেন্ট জুড়েই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক ছিল। প্রথম ম্যাচে টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলির সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরবর্তীতে তিনটি ম্যাচেই ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলেননি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন