Tuesday, October 14, 2025

এশিয়া কাপ টি-টোয়েন্টি শুরু, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ


ফাইল ছবিঃ তাসকিন আহমেদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি এশিয়া কাপ। আবুধাবিতে বৃহস্পতিবার হংকংয়ের সঙ্গে মুখোমুখি হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় দিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে লিটন দাসরা।

বাংলাদেশের ডান-হাতি পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, দল শুধু অংশগ্রহণ করতে যাচ্ছে না, এশিয়া কাপ জেতাই তাদের মূল লক্ষ্য। তিনি শুক্রবার কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বলেন, “আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না।”

টানা তিনটি সিরিজ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। শ্রীলংকা সফরের পর ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ জয়েছে টাইগাররা। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করা তাসকিন সর্বশেষ চারটি টি-টোয়েন্টি ম্যাচে ১২ উইকেট নিয়েছেন।

গ্রুপপর্বে বাংলাদেশ হংকংয়ের পাশাপাশি দুই শক্তিশালী দল শ্রীলংকা ও আফগানিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। তাসকিন বলেন, “টানা তিনটি সিরিজ জিতেছি আমরা। এই ধারা ধরে রাখতে পারলে, এশিয়া কাপে সবাই নিজের সেরাটা দিতে পারলে ইতিবাচক ফল পাব।”

নিজের জনপ্রিয়তা নিয়েও তাসকিনের বক্তব্য, “সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ যে, আমাকে এই সুযোগ দিয়েছেন। মানুষ আমাকে ভালোবাসেন। আমি ভাগ্যবান। এই কারণে আমার দায়িত্ব আরও বেড়ে যায়।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন