- ১৩ অক্টোবর, ২০২৫
আগামী ২০ আগস্ট স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু করতে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রিয়ান ক্লাব টিরোলের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে স্পেনের এই সফল ক্লাব। জাবি আলোনসোর শিষ্যরা মাঠ ছাড়ে ৪-০ গোলের বড় জয় নিয়ে।
ম্যাচের নায়ক ছিলেন রিয়ালের নতুন ১০ নম্বর জার্সি ধারক কিলিয়ান এমবাপ্পে। দুইবার গোল করার পাশাপাশি তিনি সহায়তা দিয়ে আরেকটি গোল করান। লুকা মদরিচের চলে যাওয়ার পর এই জার্সি প্রথমবার গায়ে নিয়ে মাঠে নেমেই এমবাপ্পে নিজের ক্ষমতা দেখান।
৭৮ শতাংশ বল দখলে রেখে ২১টি শট নেয়ার পাশাপাশি ৯টি শট লক্ষ্যে লাগে রিয়ালের। বিপরীতে টিরোলের একমাত্র শটও গোলরক্ষকের কাছে আটকানো যায়। দশম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রস থেকে হেডে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। ১৩ মিনিটে এমবাপ্পে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ১৪ মিনিটে স্কোর ৩-০ করেন এমবাপ্পে, অরেলিয়েন চৌমেনির পাস পেয়ে।
শেষে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোজের গোল করান, যার আগে এমবাপ্পে তাকে সহায়তা করেন। ম্যাচের নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে এমবাপ্পে মাঠ ছাড়েন, কিন্তু ১০ নম্বর জার্সি নিয়ে প্রথম ম্যাচেই সব নজর নিজের দিকে টানেন।
রিয়ালের এই জয়ের মাধ্যমে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে আগের দিনের প্রস্তুতি নিখুঁত প্রমাণিত হলো।