Monday, January 19, 2026

এমবাপ্পের চোটে দুশ্চিন্তায় রিয়াল, কঠিন শুরু নতুন কোচ আরবেলোয়ার


ছবিঃ কিলিয়ান এমবাপ্পে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

রিয়াল মাদ্রিদের জন্য সময়টা মোটেও স্বস্তির যাচ্ছে না। বার্সেলোনার কাছে হেরে সুপার কাপের শিরোপা হাতছাড়া করার পর কোচিং পরিবর্তনের পথে হাঁটে ক্লাবটি। দায়িত্ব হারান জাবি আলোনসো, আর তার জায়গায় নতুন কোচ হিসেবে নিয়োগ পান সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া।

তবে দায়িত্ব নেওয়ার শুরুতেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন আরবেলোয়া। দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে লা লিগায় লেভান্তের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। বাঁ হাঁটুর চোটে ভুগছেন ফরাসি এই ফরোয়ার্ড। যদিও ব্যথার মাত্রা খুব গুরুতর নয়, তবুও ঝুঁকি নিতে নারাজ রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগ।

ক্লাব–ঘনিষ্ঠ সূত্র জানায়, এমবাপ্পের অনুপস্থিতি এমন এক সময়ে এল, যখন লিগ শিরোপার লড়াইয়ে টিকে থাকতে রিয়ালের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে বর্তমানে বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে লস ব্লাঙ্কোসরা। ফলে লেভান্তের বিপক্ষে জয় ছাড়া অন্য কোনো বিকল্প দেখছে না ক্লাব কর্তৃপক্ষ।

এমবাপ্পে ছাড়াও চোট সমস্যায় পড়েছে রিয়ালের একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। রক্ষণভাগের স্তম্ভ এডার মিলিতাও ও অ্যান্তোনিও রুডিগার, পাশাপাশি মিডফিল্ড ও রাইট-ব্যাকে ব্যবহৃত ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডও ইনজুরির কারণে মাঠের বাইরে। ফলে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ গঠন করতেই হিমশিম খেতে হচ্ছে নতুন কোচকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন